যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার মুজাহিদ নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানায়, বুধবার তার বিরুদ্ধে মামলায় রায় দেয়া হবে।
রায়ের তারিখ ঠিক হওয়ার পর জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বিকালে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে একাত্তরে ‘আলবদর বাহিনীর’ এ শীর্ষ নেতাকে ঢাকায় আনা হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারেই থাকবেন। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হবে।
তিনি জানান, গত বছর ১২ ডিসেম্বর গাজীপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয় জামায়াতের এই নেতাকে।
তখন থেকে নারায়ণগঞ্জে রয়েছেন মুজাহিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানির সময় তাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা নেয়া হতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।