আমাদের দেশের আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় প্রতিদিনই বহু মানুষকে গ্রেফতার করছে, কাউকে কাউকে আবকার বিনা বিচারে ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে হত্যা করছে। কিন্তু একাত্তরের ঘাতকদের খুঁজে পায় না। জনমনে প্রশ্ন, তাহলে আলী আহসান মু. কি তবে দেশ ছেড়ে পালিয়ে গেছে? যদি দেশেই আছে তবে ধরা পড়ছে না কেন? অবশ্য ওরা ধরা পড়ে না কখনও ওরা ধরা দেয়, যেভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে ধরা দিয়েছিল শিবির নেতা সালেহী। তার বিরুদ্ধে বিশিষ্ট অধ্যাপক খনিবিশেষজ্ঞ তাহের আহমদ হত্যাকান্ডের অভিযোগ ছিল। এই শিবির নেতা অবশ্য আদালতের মাধ্যমে খালাস পায়। এটা নিয়েও নমনে নানান কথা, আলোচনা, গুঞ্জন এখনও আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।