আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল।



জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে বিএনপি আমলে দেওয়া প্লট বাতিলের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর প্রধানদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদে গতকালের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন। মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পর অনেক যুদ্ধাপরাধীর রায় প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং অন্যদের বিচার কাজ এগিয়ে চলছে। জেলা ও উপজেলা পর্যায়েও চিহ্নিত রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী প্রধানদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করা হবে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে এ বি তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিএনপি নিজামী-মুজাহিদকে প্লট দিয়েছিল। তা বাতিলের আবেদন জানানো হবে। চিহ্নিত যুদ্ধাপরাধীদের মধ্যে যারা সরকারি জমি পেয়েছে তা বাতিলের জন্য গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়কে তালিকা দেয়া হবে সুত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.