অপেক্ষায় আছি সেই পলিনেশিয়ান তরুণীর যার বাম কানে সাঁজানো লাল জবা...
আবৃত্তি একটি শিল্প। নটরডেমে থাকা কালীন আবৃত্তি ক্লাবের সদস্য ছিলাম। মাঝে মাঝে আবৃত্তি করতাম। সেগুলো খাবার উপযোগী হতনা। আবৃত্তি প্রতিযোগীতায় একবার দ্বিতীয় হলাম।
পড়েছিলাম সুনীলের বিখ্যাত "কেউ কথা রাখেনি"। পরের বছর পড়লাম নিজের লেখা একটা কবিতা-
" সামসুদ্দিন মাস্টারকে আপনারা অনেকেই হয়ত চেনেন
না, না, কোন মন্ত্রী-মিনিস্টার বা আলোচিত ব্যক্তি নন তিনি
হাটে ঘুরে বেড়ানো এক পাগল
যার মেয়ে '৭১-এ ধর্ষিত হয় একপাল হায়েনার হাতে..."
আবৃত্তি শেষ হলে স্যার শেষের লাইন কটা আবার শুনতে চেয়েছিলেন। ভেবেছিলাম ভুল হয়েছে, কোথাও হয়ত কন্টিনিউটি মিস করেছি। পরেরদিন নোটিশ বোর্ডে নিজের নাম দেখে মহাঅবাক হয়েছিলাম।
সেই শেষ আবৃত্তি।
এরপর আর করা হয়নি। সেদিন হাসনাইনের একটা কবিতা পেয়ে পড়লাম। মোবাইলে রেকর্ড করে পাঠিয়ে দিলাম মেইলে। হাসনাইন সেটা সুন্দর করে আপলোড করেছেন।
যেহেতু কবিতাটা পুরো আত্বস্থ ছিলনা তাই সুর দু' এক জায়গায় কেঁটে গেছে আর অনেকদিনের অনভ্যস্ততাকে শ্রোতারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে বাধিত হবো।
কবিতাটি শুনতে নিচের লিংকে চলে যানঃ
ভাল না লাগলে আমার পোস্টে একটা মাইনাস দিয়ে যাবেন। সঙত কারণেই এই পোস্টে কোন মন্তব্য নিচ্ছিনা। গালিগুলো শুনতে চাচ্ছিনা আরকি
এখানে দেখুনঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।