বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...
গৃহী আমরা ফের জোছনায় তাকাই ।
হাস্নাহেনার গ্ন্ধ , চেপে ধরা জোছনার ভূত ,
নরম নারীর অন্ন্তর অবহেলার পর আমাদের হৃদয় ,
জেগে থাকা মধ্যরাত্রির খাতায় আল্পনা -
এরা কতকালের চেনা বিষ্ময় আমাদের
এরা কতকালের জোছনার মত এরা সব যেন .........
এসবের অতৃ্প্তি বুকে জমে ,
এসবের অতৃপ্তি বুকে নিয়ে বারবার আমরা মৃত হয়েছি ,
এসব বেদনার কথা বলেছি বারবার
তবু ও অস্ফুট রয়ে গেছে যেন ,
এরা প্রতিরাতের এই জোছনার মত আনকোরা রয়ে গেছে ।
অবতী্র্নের সময় ঃ ০৫-০৬-০৪ রাত্রি - ১ টা ১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।