আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . . বিয়ের অনেক অদ্ভুদ ব্যাপারের মধ্যে একটা হচ্ছে কান্না ।যেমন গায়ে হলুদের দিন কনে কে যখন মা অথবা ভাইবোন হলুদ দিতে আসবে তখন মেয়ে কিছুক্ষন কাদবে এর একটু পর দেখা যাবে সব স্বাভাবিক মেয়ে অন্যদের সাথে হাসছে ,দুষ্টমি করছে ।গায়ে হলুদের পর আসে বিয়ে এখানে আবার কান্না তবে কবুল বলতে বলার কিছুক্ষন আগে মনে হয় পৃথিবীর সব কান্না ওই মেয়ের চোখে ,মুখে।কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হল কবুল বলার সাথে সাথে মেয়ের কান্না শেষ এবং দেখা যায় চোখ দিয়ে একফোটা পানিও পরে নাই এবংমেয়ের ঠোটে হালকা হাসি ! এরপর আসি বিয়ের পর যখন মেয়েকে বরের গাড়িতে তুলে দেয়া হয় তখন আবার পৃথিবীর সব কান্না যেন তার চোখে মুখে এবারো চোখ দিয়ে পানি পরে না এবং গাড়িতে উঠার সাথে সাথে কান্না উধাও এবং তার মুখে হাসি ।এই কান্নার মানে কি বরকে বুঝানো এগুলো হচ্ছে কনের জীবনে শেষ বারের মতো কান্না এরপর বরকেই আজীবন কাদতে হবে ! নাকি কনে কে নিয়ম রিতী মানতে কাদতে হয় নাকি আসলেই তাদের খারাপ লাগে !কি জন্য এই কান্না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।