আমাদের কথা খুঁজে নিন

   

বৃটেনে বিয়েতে উৎসাহ দিতে প্রনোদনা ঘোষনা



নতুনদেশ ডটকম বিয়ে এবং পরিবার ব্যবস্থায় উৎসাহ দিতে যুক্তরাজ্য বিশেষ প্রণোদনার কথা ভাবছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিয়ের ওপর করারোপ না করার যে পরিকল্পনা তাঁর সরকার নিয়েছে, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেছেন, ব্রিটেনের শিশুদের কল্যাণে বিয়ে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে মা-বাবার মধ্যে আন্তরিক সম্পর্ক তাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি পরিবারকে চমৎকার প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন।

ক্যামেরন গত শুক্রবার লন্ডনে বিয়ে ব্যবস্থাপনাসংক্রান্ত একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, বিয়ে খুবই সুন্দর একটা বিষয়। বিবাহিত দম্পতির ক্ষেত্রে করারোপ করার কোনো পরিকল্পনা নেই তাঁর সরকারের। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের জন্য তাদের মা-বাবার মধ্যকার আন্তরিক পরিবেশ খুবই জরুরি। আমি মনে করি, বিয়ে চমৎকার একটা বিধান।

’ তিনি বলেন, ‘যেসব দম্পতির বার্ষিক আয় ৪৪ হাজার পাউন্ডের চেয়ে কম, তাঁদের কোনো কর দিতে হবে না। উপরন্তু তাঁদের বছরে দেড় শ পাউন্ড করে দেওয়া হবে। আমি মনে করি, পরস্পরের প্রতি মানুষের বিশ্বাস ও প্রতিশ্রুতির বিষয়টিকে স্বীকৃতি দেওয়া উচিত। ’ তিনি স্বীকার করেন, লিবারেল ডেমোক্র্যাটরা চান না বিয়ের ওপর থেকে কর প্রত্যাহার করে নেওয়া হোক। ক্যামেরন বলেছেন, ব্রিটেনকে আরও পরিবারবান্ধব হতে হবে।

ব্রিটেনের সমস্যাসংকুল পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে আগামী চার বছরের জন্য তিন কোটি পাউন্ড বিনিয়োগ করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, শিশুদের কল্যাণে মা-বাবাকে সহায়তা করা জরুরি। মা-বাবা আত্মনির্ভরশীল হলে তাঁদের সন্তানদের সফলতা অর্জনের সম্ভাবনা অনেক বেশি। তবে মা-বাবার মধ্যে সুসম্পর্ক বিরাজ না করলে তখন সন্তানদের ক্ষেত্রে উল্টো ফল আসবে। শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে মা-বাবার মধ্যকার আন্তরিক সম্পর্ক হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

প্রধানমন্ত্রী ক্যামেরন আরও বলেন, একটি পরিবারের চরম প্রয়োজনীয় মুহূর্তে ব্রিটিশ সরকার তাদের পাশে দাঁড়াবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের বছরে সংশ্লিষ্ট পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তটা অসাধারণ। আবার এর বিপরীতটাও ঘটতে পারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা-বাবারা যে কেবল নির্ঘুম রাত কাটান তা নয়, সবকিছু ঠিকঠাকভাবে চলছে কি না, তা নিয়েও তাঁদের থাকতে হয় চরম উদ্বেগে।

ব্রিটেনের অনেক পরিবার অন্য যেকোনো সময়ের চেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের বছরই ভেঙে গেছে। সমস্যাগ্রস্ত পরিবারগুলোর কল্যাণে যেসব প্রতিষ্ঠান বা সংগঠন কাজ করছে, তাদের জন্য সাহায্যের পরিমাণ ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডেইলি মেইল অনলাইন। http://notundesh.com/shirshokhobor_news3.html

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.