তুই ভালো থাকিস, আমি সুন্দর থাকবো ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি ও-এন-ই = ওয়ান, টি-ডব্লিও-ও=টু; কিন্তু এই বানানগুলোর মাঝে ও কিছু মজা লুকিয়ে আছে। ইংরেজি বর্ণমালা-র প্রথম চারটা বর্ণ হচ্ছে এ, বি, সি, ডি কিন্তু ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত স্পেলিং এর কোথাও এ,বি,সি,ডি ব্যাবহৃত হয়নি। ডি কে প্রথম ব্যাবহার করা হয়েছে হান্ড্রেড (100) এর সময়। ওয়ান (1) থেকে নাইন নাইনটি নাইন (999) পর্যন্ত এ, বি এবং সি - এর কোনো ব্যাবহার নাই। থাউজেন্ড স্পেলিং এ এসে প্রথম এ (A) কে ব্যাবহার করা হয়েছে। বি এবং সি কে বিলিয়ন এর আগে দেখুন তো কোথাও খুজে পান কিনা ? পাবেন না কারণ প্রথম বারের মতো বি(B) বিলিয়নের আগে কোথাও আসেনি। এবং সবচেয়ে হতভাগা হচ্ছে সি (C), গননার কোনো সংখ্যাতেই তার কোনো উপস্থিতি নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।