ভুমিকম্পের পর রাজনৈতিক দলগুলোর অপ্রকাশিত বিবৃতিঃ
ভুমিকম্পের মাধ্যমে দেশে বিশৃংখলা সৃষ্টি করার মাধ্যমে সরকারকে বিপদে ফেলতে চাইছে বিরোধী দল।
তাদের এই হীন চক্রান্ত নস্যাত করা হবে।
-আওয়ামী লীগ
ভারতে উৎপন্ন ভুমিকম্প বিনা বাধায় সীমান পেরিয়ে এই দেশে এলো কিভাবে?
দেশে আইনশৃংখলা পরিস্থির চরম অবনতি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সুন্দরী কোন নারীকে নিয়োগ দেয়া উচিত।
-জাপা(এরশাদ)
এটা আওয়ামী দালাল উইকিলিক্সের দ্বারা সংঘটিত আন্তর্জাতিক চক্রান্ত।
ভুমিকম্পের মাধ্যমে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যে জালেম সরকারের এই চেষ্টা জনগনকে নিয়ে প্রতিহত করা হবে...এনশাল্লাহ।
-বিএনপি
এইগুলা হইতেসে জালেম সরকারের প্রতি আল্লাহর বার্তা। দেশে ইসলাম বিরোধী কার্যকলাপের মাধ্যমে কেয়ামত সৃষ্টি করিতেসে।
আল্লাহর শাষন কায়েমের মাধ্যমে এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।
তাই বজ্র কন্ঠে আওয়াজ তুলুন...নারায়ে তকবির...
-জামায়তে ইসলামী
বাথরুমে গেলে সবসময় সাথে গামছা রাখুন।
সেই সময় ভুমিকম্প হলে সহজে পরিধান করে গুলির মত বেরিয়ে আসুন।
পলিষ্টারের বদলে গামছা দিয়ে ছাতা তৈরী করুন,সেই গামছার ছায়াতলে আসুন।
-কৃ শ্র জ লীগ
এই ভুমিকম্পের জন্য দেশে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। পদ্মা সেতুর নকশা পর্যন্ত নড়ে গিয়েছে।
তাই নতুন টেন্ডারের মাধ্যমে সময়োপযোগী নকশা তৈরী করতে হবে।
-(আ)বুলবুল
(জনৈক পাবনাগামী)
ফেবু বলদা পেজ "বলদ হ্যাজ বিন আইডেন্টি ফাইড" এর জন্য প্রস্তুতকৃত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।