আমাদের কথা খুঁজে নিন

   

ভুমিকম্পের পুবাভাস দেয়া সম্ভব



ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এ দূর্যোগের ছোবল এত্ই ভয়ঙ্কর যে অতি অল্প সময়ের মধ্যে ব্যাপক ক্ষকি সাধন করে। আগ্নেয়গিরির সাথে ভূমিকম্পের নিবিড় সর্ম্পক রয়েছে। এ সম্পর্ক Magmavent তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্রাকৃতিক পরিবর্তন জীবজন্তুর আচরণ Magmavent তত্ত্বে, আগ্নেয়গিরির লাভা উৎগিরন, Before Shock এ Light Magnetic Hg এর উপর ভিত্তি করে সুনিদিষ্টভাবে শক্তিশালী উচ্চমাত্রার ভূমিকম্প এর পূর্বাভাস দেয়া সম্ভব। ২৩মে ২০১০ কাজাকিস্থান উত্তর অংশে একটি ভূমিকম্প অনুভূত হতে পারে, তবে এই ভূমিকম্পনে ক্ষতির সম্ভাবনা নাই। মে ২০১০ এর শেষ সপ্তাহে আইস-লোড Volcano আবার সক্রিয় হতে পারে। জুন মাসের ১ম সপ্তাহে বৃদ্ধি পেতে পারে লাভা উদগিরন। উল্লেখিত উপসর্গ ও Light Megnatic Hg প্রযুক্তির মাধ্যমে ২০১০ জুন এর নিকটবর্তী সময়ে একটি শক্তিশালী ভূমিকম্প সানাক্ত করা সম্ভব হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.