আগামী অক্টোবরে এলেও শুরুতে তা দেওয়া হবে শুধু সরকারি সংস্থাগুলোকে। পরে তা বাজারজাত করা হবে। দোয়েল' ১৫ অক্টোবর আসছে । হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "স্বল্পমূল্যের এ ল্যাপটপ প্রথমে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে।
"
কবে নাগাদ ল্যাপটপ দোয়েল সাধারণের নাগালে আসবে, তা জানাননি তিনি। আগামী ১১ অক্টোবর প্রধানমন্ত্রী এ ল্যাপটপ উদ্বোধন করবেন। যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে দেশেই। তো অপেক্ষার পালা আরো দীর্ঘ হল। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।