আমাদের কথা খুঁজে নিন

   

যাদু, জ্যোতিষী, গনকের কথা বিশ্বাস করা কবিরা গুনাহ

যাদু বিদ্যা শিক্ষা করা, শিক্ষা দেয়া কুফরী গোনাহ। যে সাতটি জিনিস মানুষকে ধ্বংস করে তারমধ্যে একটি হচ্ছে যাদু। আল্লাহ পাক বলেন, " যে বিষয়ে তোমার নিশ্চত কোন জ্ঞান নেই, তার পেছনে ধাবিত হয়ো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে।" (বনী ইসরাঈল-৩৬) । আল্লাহ পাক আরো বলেন, " যাদুকর যেখানেই থাকুক সফল হবে না।" ( ত্বহা-৬৯) । পক্ষান্তরে কেউ সত্যায়ন না করে, তাদের নিকট অভিজ্ঞতা লাভের জন্য বা পরখ করার জন্য গেলে- এটা কুফরের পর্যায়ভূক্ত নয়, কিন্তু চল্লিশ দিন পর্যন্ত তার নামায ও ইবাদ কবুল হবে না। এ সম্পর্কে রাসূলাল্লাহ (সঃ) বলেছেন, " যারা গনক কিংবা এই জাতীয় লোকের নিকট গিয়ে কোন কিছু জানতে চাইবে, চল্লিশ দিন পর্যন্ত তাদের নামায কবুল হবে না।" ( মুসলিম শরীফ)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।