প্রতিকণা শিশিরেই থাকে দূর কোন সমুদ্রের স্মৃতি। প্রতিটি দীর্ঘশ্বাসে কোন না কোন মানুষ... মেঘেতে রাখোনি জল, তবু মেঘস্বর কানে এলে তুমি চশমায় আনমনা । ঘোলা কাঁচে বৃষ্টি মেখে কড়িদাগে শৈশব খোঁজ। যত জল, তা ঘামে ভেজা বুক গহীনে বালি বাঁধে থমকে উঠে, তেড়ে এসে বিলায় চোখেতে- সে কথাতো জানো। এমনি সব হয়। হাওয়ায় খুলে রেখে ঘুড়ি; ভুলে গেছ বাড়ীপথ। কত ধূলো জমা হলে জুতোক্ষতে তুমি বিলে যাবে- সে কথা মাছরাঙারা জানে, জানিয়ে রেখেছো কলতলার শৈবালদামে। থমকে থমকে বাড়ী ফিরে বিষন্নতাদল। মায়াবতীরা ফেরেনা গেলে একবার উচ্ছন্নপথে, মনে রেখো বনসাঁই পা। ২৯ জুন ২০১১ ছবি: আর্ন্তজাল হতে, Night in Black and Gold, The falling Rocket by James McNeill Whistler (১৮৭৪)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।