আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল
এখনও সেই তুমি
একই কষ্ট-যন্ত্রণা
তবুও এখনও তুমি আমার সেই একই...
যা কিছু করি , কি জানি কি ?
কি যে লিখি
কি বলি ,
মাথা-মুন্ডু ছাই কিচ্ছু বুঝিনা...
তবুও একই তুমি বড্ড জ্বালাও
যা কিছুই করি ভালো কিংবা চরম মন্দ
দায়-দায়িত্ত্ব সব তোমার কাছেই
তোমাকেই...
বলতে পারো লুকিয়ে রাখি কিংবা পালিয়ে থাকি
আমার ভালোত্ত্বগুলোকে আটকে রেখে
পশুত্ত্বের সবটুকু উগড়ে দেই খারাপ থেকে চরম খারাপ দেখাতে
শুধু একটা জায়গাতেই পবিত্র শিশুর মতো ,
তোমাকে ভালোবাসি এখনও...
হ্যামিল্টন , কানাডা
৩০ জুন , ২০১৩ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।