আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানের গহীনের নাক্ষিয়ং দেখতে, এবার নেবেন ছোট্ট একটা রিস্ক, কাটুন নম্বর ছিক্স

বান্দরবানের গহিনের মনমুগ্ধকর দৃশ্য। রোজার দিনে ঘরে বসে বান্দরবানের গহিনের নাক্ষিয়ং ঘুরে আসতে চেলে নিচের ভিডিওটি দেখতে পারেন। বাংলালিংকের স্পন্সরে চ্যানেল ‍আইয়ে মঙ্গলবার রাত ১১:৩০ মিনিটে নিয়মিত প্রচারিত হচ্ছে বাংলারপথে। বান্দরবান জেলার থানচী উপজেলা থেকে তিনদু রেমাক্রী হয়ে জিনাপাড়ার ওপারের এক অপরুপ প্রাকৃতিক সৌন্দরয্য এই নাক্ষিয়ং। আমাদের সবার পক্ষে তিন দিন পাহাড়ী বুনো পথ হেটে এই দৃশ্য দেখতে যাওয়া সম্ভব না।

তবে কেউ কেউ সাহসী অবশ্যই চলে যাবেন ওখানে। নিজ চোখে দেখে আসবেন নাক্ষিয়ং সহ আশপাশের অপার সৌন্দরয্য। যারা যেতে পারবেন এবং যারা যেতে পারবেন না, তাদের সবাইকে লোভ দেখাতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি চাই আমরা সবাই ঘুরে দেখি আমাদের এই দেশটা। কোন কিছু না দেখে কি ভালবাসা যায়? কারো কথায় নয়, নিজের ইচ্ছায় দেশকে ভালবাসি।

সকল কুবুদ্ধি ঝেড়ে ফেলে সুন্দর একটা মন নিয়ে দেশটাকে গড়ে তুলি সোনার বাংলায়। নাক্ষিয়ং দেখতে এখানে ক্লিক করুন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.