আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের সকল কবিদের উদ্দেশ্যে সুমন্টোগ্রাফির বিশেষ পোষ্ট !!

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ব্লগ জীবনে আমারও শুরু হয়েছিলো কবি খেতাব নিয়েই ,, কি লিখতাম তা জানি না !! তবে চেষ্টা করতাম ছন্দ মিলিয়ে কিছু একটা লিখতে , এভাবেই প্রায় তিরিশ এর অধিক কবিতা লিখে ফেলেছিলাম এই ব্লগে এসে !! হঠাৎ করেই অভ্যাসটার বদল ঘটলো !! ফটোগ্রাফির প্রতি পুরাতন সেই টান আবার নতুন করে ভয়ংকর বেগে টানতে লাগলো যার ফল এখন তো আপনারা দেখছেন !!! তাই সেই কবিতা ও কবিদের সম্মান জানিয়ে এই পোষ্ট সব কবিদের প্রতি উৎসর্গ করলাম !!! ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# ১৫# ১৬# ১৭# ১৮# ১৯# ২০# ২১# ২২# ২৩# ২৪# ২৫# ২৬# ২৭# ২৮# ২৯# ৩০# সর্বশেষ ছবিটা আমার কবিতার স্বার্থক প্রতিরুপ !! কারণ সেগুলোও এখন রংহীন হয়ে ব্লগের কোন এক কোনে হয়তো পড়ে আছে !!!! সকল কবিদের কবিতার মান আরও বৃদ্ধি পাক সেই কামনা করছি !!! সেই সব কবিতা !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.