আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ানীবাজারে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ৩০, গুলি

বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার। সিলেটের পর এবার পুলিশ ও জামায়াত কর্মীদের সংঘর্ষে বিয়ানীবাজার পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় গোটা শহরবাসী দোকানপাট ও বাসা-বাড়িতে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। সংঘর্ষে পুলিশের এক ওসিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় বিয়ানীবাজারে বেশ কয়েকটি হালকা যানবাহন ভাঙচুর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড টিয়ারশেল ও ৭ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রবাসী শহর বিয়ানীবাজারে। পুলিশ এ সময় ৬ জনকে আটক করেছে। পুলিশের ওসি আহত হওয়ার পরপরই সিলেট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিয়ানীবাজার ছুটে গেছেন। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

বিকাল সাড়ে ৪ টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। যে কোন ধরনের নাশকতা এড়াতে পৌর শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জামাত হটাত মাথাচাড়া দিয়ে উঠলো কেন? সুত্র- মানবজমিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।