সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..
বিয়ানীবাজারে ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান ২৫ ডিসেম্বর
মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্যে
সম্মাননা পাচ্ছেন চারজন
বিয়ানীবাজারে মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংবাদিকতা ও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ পাচ্ছেন চারজন। এঁরা হচ্ছেন শিক্ষাবিদ আলী আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল মালীক ফারুক, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ ও সাহিত্যকর্মী লুৎফুর রহমান।
আগামী ২৫ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১১ টায় স্থানীয় পিএইচজি হাইস্কুল মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেয়া হবে। সংগঠনের বিয়ানীবাজার শাখার প্রেসিডেন্ট আহমেদ শামীম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
শিক্ষা : শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানে জন্য পিএইচজি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ এ সম্মাননা পাচ্ছেন। তিনি শিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন। এছাড়াও শিক্ষাবিদ আলী আহমদ এই জনপদে সুশীল সমাজের মধ্যে একজন বোদ্ধা অভিভাবক হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা পাচ্ছেন বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মালীক ফারুক। তিনি পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরির সহ সভাপতি ও সাপ্তাহিক দিবালোক পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
সাংবাদিকতা : সংবাদপত্র শিল্পের বিকাশ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ছাদেক আহমদ আজাদকে ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। তিনি মুক্তযুদ্ধ পরবর্তী বিয়ানীবাজার থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এছাড়াও সাংবাদিক ছাদেক আহমদ আজাদ দৈনিক আমাদের সময়, দৈনিক সিলেটের ডাক ও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ বিভাগে নিজস্ব প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি পেশাদার সাংবাদিকদের সংগঠন বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাহিত্য চর্চা : এ জনপদে নবজাগরণ সৃষ্টিকারি তরুণ সাহিত্যকর্মী লুৎফুর রহমান এ সম্মাননা পাচ্ছেন।
তিনি শৈল্পিক মনের একজন তরুণ ছড়াকার। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে বসবাস করলেও তার সম্পাদনায় বের হচ্ছে মাসিক মুকুল। যা আমিরাতে একমাত্র বাংলা কাগজ। এছাড়া তিনি সম্পাদনা করেছেন বিয়ানীবাজার কন। ট নামক প্রামাণ্যগ্রন্থ।
আগামি মেলায় আসছে স্বপ্নবালিকা নামের ছড়াগ্রন্থ।
এদিকে ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিস্টোরিয়ান ড. মুমিনুল হক একাডেমির প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ ড. মুমিনুল হক, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্য মো. সুলতান কবীর ও পিএইচজি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক রুহুল আমিন। মহতি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির প্রধান উপদেষ্টা লেখক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে এসএসসিতে এ+ প্রাপ্ত দশ জন, এইচএসসিতে এ+ প্রাপ্ত তিন জন, রচনা, কবিতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।