আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ানীবাজারে মাথিউরা ট্রাস্ট ইউকের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের সামগ্রীক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন, প্রবাসীরা আমাদের আত্মার আত্মীয়। তাঁরা প্রবাসে থেকেও আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যেভাবে চিন্তা করেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। শিক্ষামন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থী আগামী দিনের কান্ডারী। তাঁরা দেশ ও জাতির আশা-আকা-ক্ষার প্রতীক।

এজন্য ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি আহ্বান জানান। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, তরুণ ও যুব সমাজ আজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাদের কারণে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছেন। এজন্য বর্তমান সরকার ছাত্রীদের লেখাপড়া নির্বিঘ্নে চালিয়ে যেতে মোবাইল কোর্ট পরিচালনা করে বখাটেদের শাচ্চি দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউপি কমপ্লেক্স হলরুমে মাথিউরা ট্রাস্ট ইউকে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মাথিউরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দীন জাফরী, তাজ খান-তয়মুন নেছা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. গিয়াস উদ্দিন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের বোর্ড অব ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নাজিম। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাবির হোসেনের পরিচালনায় ও মাথিউরা ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী লেখক এনামুল মুনিম শামীম লোদীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা লুতফুর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছফর উদ্দিন লোদী, উপজেলা যুবলীগ নেতা ছরওয়ার হোসেন, মাথিউরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বিলাল উদ্দিন, নবউদ্দাম সাহিত্য ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সদস্য সচিব সুয়াইবুর রহমান স্বপন ও কৃতী শিক্ষার্থীদের পক্ষে মো. সামাদ উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষামন্ত্রী নাহিদ ২শ’ ৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন এবং ১২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এদিকে শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা অডিটরিয়ামে আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রী, ক্লাব, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৭৮ জনের মধ্যে ১০ লাখ ৭ হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, জামাত আল্লাহর দোহাই দিয়ে রাজনীতি করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তাদের সে আশা কখনো বাঙালি জাতি পুরণ হতে দিবে না। কারণ তাদের দলের নেতারা মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের বিরোধীতা করেছে। তিনি বলেন, বর্তমান সরকার নতুন শিক্ষানীতির আলোকে জাতীয় পাঠ্যক্রম রচনা করতে চায়। যার মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর জ্ঞান লাভ করতে পারে।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক আতাউর রহমান খান প্রমুখ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।