আমাদের কথা খুঁজে নিন

   

বেলা বোস আর ফেইসবুকের আমি

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান। বেলা বোস আর ফেইসবুকের আমি আইডিটা আমি খুলে ফেলেছি তুমি শুনছো? এখন আর পাসওয়ার্ড কেউ চাইবে না, রিকোয়েস্ট ইগ্নর তুমি করতেই পার ভাব নিতে পার ফ্রেন্ডশিপ তুমি করবে না। আইডিটা আমি খুলেই ফেলেছি সত্যি, আর মাত্র কয়েকটা ছবি অ্যাড, ব্যাস প্রথমেই কয়েকটা লাইক পাবো, তারপর কনফার্ম কমেন্ট চুপ করে কেন তুমি কিছু বলছ না ? এটা কি তোমার রিয়েল আইডি? পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে? ১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে।

হাইয়....রিয়েল আইডি চ্যাট কর না তুমি একটি বার বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে সত্যি এতদিন ধরে এত অপেক্ষা, ভার্সিটির ওয়াইফাই আর স্লও নেটের গ্যাঁড়াকলে রুদ্ধ শ্বাস কতো প্রতীক্ষা। আর কিছুদিন তারপর একদম মুক্তি ব্রডবেন্ডের কানেকশনটা প্রায় নিয়েই নিয়েছি, Hi...Hello...Love u...Miss u...এর ভিড়ে তোমার আমার মিথ্যা চ্যাটের সংসার। এটা কি তোমার রিয়েল আইডি? পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে? ১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হাইয়....রিয়েল আইডি চ্যাট কর না তুমি একটি বার বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে জরুরি খুব জরুরি দরকার।

চুপ করে কেন একি তুমি কান্নার সাইনটা দিচ্ছ? আইডিটা আমি খুলে ফেলেছি সত্যি, কান্নাকাটির দিন গেছে পেরিয়ে হ্যালো, তুমি চ্যাট করছ কি? এটা কি তোমার রিয়েল আইডি? পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে? ১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হাইয়....রিয়েল আইডি চ্যাট কর না তুমি একটি বার বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে জরুরি খুব জরুরি দরকার। হাইয়....রিয়েল আইডি চ্যাট কর না তুমি একটি বার, হাইয়....রিয়েল আইডি চ্যাট কর না তুমি একটি বার, ধুর ছাই, হাইয়....রিয়েল আইডি হাইয়....রিয়েল আইডি হাইয়....রিয়েল আইডি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.