একজন বাঙ্গালী বলছি! দেখা যায় প্রতি বারো ঘন্টার হরতালে আমাদের দেশে প্রায় পঞ্চাশটির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।তারমধ্যে আগুনে পুড়ে বিশটা গাড়ি পুরোপুরি ধ্বংস হযেযায়। অপরদিকে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর জন্য আরো খরচ হয় পাঁচ হাজারেরো বেশি তেল। মানুষকে মেরে ফেলাটা নাহয় বাদেই দিলাম, কারন এদেশে মানুষের কোন মূল্য নেই। এদেশের রাজনীতি নিয়ে বিদেশী বন্ধু মহল ও তাদের দেশীয় এজেন্ট (টি,আই,বি এবং নোবেল জয়ীরা)রা উদ্বেগ প্রকাশ করলেও, হরতালে গাড়ি পোড়ানো ও পেট্রোল অপচয়ের বিরুদ্ধে টু শব্দটাও করেননা তারা। তাদের এই নিরবতায় হরতালকারীরা উৎসাহিত হয়।তাহলে এর অর্থকি? নাকি ওসব সম্পদ ধ্বংস হলে বানিজ্যিক ভাবে উনারা লাভবান হন? আমরা এসব হিংসাত্মক হরতাল এবং উনাদের নিরবতার বিরুদ্ধে কঠোর নিন্দা ও ঘৃনা জানাই।তার সাথে শুশীল সমাজকে আহবান জানাই এসবের বিরুদ্ধে আরো সোচ্চার হতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।