ওয়াসিকুজ্জামান অনি আমার কিংবা তোমার জীবন ছককাটা ঘর, নিউজপ্রিন্টে শ্রেনীবদ্ধ বিজ্ঞাপন , চাওয়া না পাওয়ার দির্ঘশ্বাষ্ , নপুংসক এক স্বর্পসখা চক্রাকারে বক্ররেখা , নষ্ট সময়, নষ্ট আশা, নষ্টামির এই নাট্যশালা , সবার সাথে মিলিয়ে গলা বলছি যতই ভালো আছি - ততখানী খারাপ বলেই মুখ বন্ধ, চোখ বন্ধ অন্ধ বলেই চক্ষু বিলীন, মুখ বুজে আজ সব সওয়ান তাই প্রশ্ন করি বুকে হাটা পতঙ্গ মক্ষিকা আর কতো নিচে নামবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।