আমাদের কথা খুঁজে নিন

   

oDesk রেডিনেস টেষ্ট (ফ্রিল্যান্সারদের জন্য)... পর্ব-২

আল মামুনের ব্লগ আগের পোষ্টে বলেছি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এর পরের কাজটি হচ্ছে রেডিনেস টেষ্ট দেয়া কারন এই টেষ্ট ছাড়া আপনি ২ টার বেশি কাজ বিড করতে পারবেন না প্রতি সপ্তাহে এবং কোন পেমেন্ট ম্যাথড অ্যাড করতে তথা কোন আর্থিক লেনদেন কারতে পারবেন না। এই টেষ্টটি দেয়া অনেক সহজ শুধু কিছু স্টেপ ফলো করতে হয়। এই টেষ্টে এ মোট ১১ টি প্রশ্ন থাকে এবং সময় হচ্ছে ৬০ মিনিট আর আপনাকে ১১টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে টেষ্টে পাশ করতে হবে। প্রতিটি প্রশ্নের নিচে একটি ওয়েব লিঙ্ক থাকে যেখানে গিয়ে কিছু পড়াশোনা করে ওই প্রশ্নের উত্তর খুজে পাবেন।

যদিও আমি সকল প্রশ্ন উত্তর সহ এই পোষ্টে উপস্থাপন কারছি আপনাদের সুবিধার জন্য তবে আপনারা অবশ্যই লিঙ্কগুলোতে গিয়ে পড়ে নিবেন। ১. প্রথমে আপনি যে কোন ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, গুগল ক্রম, ইত্যাদি) ওপেন করে ওডেস্ক ডটকম এ যাবেন। ২. ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে Sign In এ ক্লিক করুন। ৩. হোম পেজের উপরের ডান দিকে সেটিংস আইকনে ক্লিক করে My Contractor Profile এ ক্লিক করুন। ৪. যদি পাসওয়ার্ড এবং সিক্রেট প্রশ্নের অপশন আসলে তা দিয়ে আপনার Contractor Profile পেজে আসুন এবং Get oDeak Ready তে ক্লিক করুন।

৫. Ready to take the test এ ক্লিক করুন। ৬. Start Test এ ক্লিক করুন। ৭. Continue এ ক্লিক করুন। ৮. Click here to start your test এ ক্লিক করুন। ৯. প্রশ্নগুলো দেখার জন্য নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন।

প্রশ্নের লিঙ্ক ১০. টেষ্ট শেষ হওয়ার পর টেষ্ট রেজাল্ট দেখতে পারবেন। আপনি পাশ করলে আপনার oDesk অ্যাকাউন্টটি পুরোপুরি ব্যাবহার উপযোগী। ৩য় পর্বে উপস্থাপন করবো কিভাবে আপনার oDesk প্রোফাইলটি আপডেড করবেন, ইনশাল্লাহ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।