কাদের মোল্লার রায়ের আগে জামাত-আওয়ামী লীগ আঁতাত এর যে গুজব, পুলিশকে ফুল দেবার ঘটনা এবং কাদের মোল্লার রায় দেবার পর হতে শুরু হয় প্রজন্মের আন্দোলন.... এটা সবাই জানে... জামাত-শিবির ব্যান করার জন্য গণজাগরণ মঞ্চ হতে ২৬ মার্চ এর যে আলটিমেটাম দেয়া হয়েছে তা নিয়ে সরকার কতটা উদ্যোগি বা কতদূর অগ্রসর হতে পেরেছে জানি না... আসন্ন ইলেকশনের ট্রাম্পকার্ড হচ্ছে কিনা জানি না...(অনেক কিছুইতো জানি না) জামাত-শিবির ব্যান হোক বা না হোক, জামাত-আওয়ামী লীগ আঁতাত হোক বা না হোক, বিএনপি-জামাত কোলে উঠে বসে থাকুক না থাকুক, হরতাল চলতে থাকুক বা না খাকুক, জনগণ মরুক বা না মরুক, আন্দোলনে ফরমালিন বা প্রিজারভেটিভ থাকুক বা না থাকুক..... ক্ষেত্রবিশেষে-পক্ষে-বিপক্ষে জনতার মনে-চিন্তায় কিন্তু ঠিকই মৃদু, মাঝারি এবং প্রবল কম্পন উঠেছে.... জনতার ইমোশন আর ইচ্ছা নিয়ে 'পলিট্রিক্সস' আর ঘোলা জলে মাছ শিকার করলে "সুনামী" আসন্ন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।