আমাদের কথা খুঁজে নিন

   

জলপাই রঙে ভয় : আজাইরা ছড়া



জলপাই রঙা ঐ সামরিক সরকার সস্তির আশা দিয়ে করে সব ছাড়খার। ক্ষমতাটা নিয়ে বলে ক্ষমতার লোভ নাই! দূর্নীতিবাজ ধরে পরে বলে ক্ষোভ নাই! মাস ছয় হাম তাম কত কিছু করবে দূর্নীতি কমাতে কত লোক ধরবে, তারপর ধীরে ধীরে চেহারাটা বের হয় যারা বোকা খুশি ছিলো তাঁরা কয় একি হয়! ক্ষমতায় জলপাই কমদিন ছিলোনা তবে কেন জনগণ সুফলটা পেলোনা! আমাদের রাজনীতির পরিবেশ নষ্ট এই ভেবে মনে কি কারো কম কষ্ট? সামরিক সরকার কোন দিনই ভালো নয় মিছে সব আশা দিয়ে ক্ষমতাটা বাগে লয়। তাঁহাদের বুদ্ধি কেন বল ভালো হবে? সামরিক শাখা কি দূর্নীতি ছাড়া হবে? সামরিক শাখাতে যোগ দেয় যাহারা জ্ঞানে গুনে ভেবনাকো শ্রেষ্ঠ তাঁহারা। তারপর ওরা যদি দেশ নিয়ে কথা কয় আরো গেলো রশাতলে দেশ নিয়ে লাগে ভয়। আমাদের দেশটারে ভালো চাই করতে লুকিয়ে থেকো নাকো সব আজ গর্তে সামরিক ওয়ালাদের জানাতে চাই আজ দেশটাকে রক্ষা তোমাদের শুধু কাজ। অর্থনীতি আর রাষ্ট্রনীতি কি? তোমাদের কাজ নয়: পান্থা ভাতে ঘি! রাজনীতিবিদ যদি যোগ্য সব হয় দেশ যাবে এগিয়ে জনতার হবে জয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।