আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যতার বিহ্বলতা.........

কল্পনার সৌন্দর্যে বিমোহিত একজন........... নিরন্তন হেঁটে চলা, যেন বাঁধনহারা ঘুমহীন দুচোখ হয় দিশেহারা আঁতশ কাঁচের নিচে জীবনটাকে দেখা রিক্ততার শূন্যতার হীন কাঁটা ছেড়া দিগন্ত রেখার মাঝে নিঃসঙ্গ গাংচিল ক্লান্ত পথিকের চোখে বিভ্রান্ত নীল অস্তগামী সূর্য আঁধার প্রলেপ গায় শ্রান্ত শ্রমিক দ্বগ্ধ হাতে ছন্দবদ্ধ পায় নীয়ন আলোর ছোঁয়ায় জীবন্ত রাজপথ মুখোশঘেরা মানুষের এই বিরান জনপদ নগ্ন লোভের তাপে যন্ত্রনারই ছল হাঁটছে সকল মাংসলোভী শকুনের দল আঁধার ঘেরা ঐ নিভাঁজ কোণের খাঁজে মদির হাসির পসরা বেসুরো সাজে মধ্যরাতের আনমনা এক ডাহুকের ডাক স্বপ্নহারা রুক্ষবুকে স্বপ্ন দেখার স্বাধ কল্পনারই মলিনতায় বাস্তবতার রঙ হন্যে হয়ে ছুটছ.!!! চাই বিসর্জন শব্দহীন নির্জনতার অধীর অপেক্ষা যান্ত্রিক এই শহরটা হারায় পূর্ণতা...................  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।