আমি ৫০০৯৩ নম্বর ব্লগার দরজায় দাঁড়িয়ে একাকী একটি ছায়া, সে এলেই বলে যাই যাই। কিচ্ছু ভাল লাগে না, কাউকে ভাল লাগে না, নিজেকেও না। কোন সুদুর থেকে উড়ে আসা রোদ মেঘের সংকেত - সংস্কারে লাল নীল স্বার্থতা দেখে সীমার আড়ালে থেকে অবিশ্বাসী, স্বার্থপর , কেন্দ্রচ্যুত কিংবা হননঅভিলাষী অন্তর্জাল। এই অন্তর্জাল ছড়িয়ে দিয়েই কেউ কেউ বলে “ এবার তবে যাই”। আমার যে ঘরে ফিরতেই বড় সাধ; নির্দয় নগরে কখনো কখনো অচেনা চোখে কাজল কাজল খেলা চলে ইর্ষার ভাব ছড়িয়ে এই অনুতাপে ফেলনা হয়েই সুখ খুঁজি নিজস্ব সত্ত্বায় তলিয়ে যেতে যেতে দহনে, দগ্ধতায় কিংবা আত্মপ্রেরণায় কে হয় কখন শূণ্য? অপূর্ব শূণ্যতায় নিমগ্ন থেকে কখন যে আত্মহনন প্রকল্প ফিরে আসে। ভেঙে যায় সবগুলো রঙ, রঙের কাঠামো, বলতে ইচ্ছে করে নিজস্বতা ঠিলে দিয়ে হত্যা করি নিজেকে. এই অচেনা শূণ্যতায় অন্ধ আদিম ঈশ্বর অবাক তাকান আর আমাদের বিষণ্ন সময় চলতে থাকে ------- চলতে থাকে ----------- শূণ্যতায় কিংবা হাহাকারে কিংবা দগ্ধতায় ------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।