আমাদের কথা খুঁজে নিন

   

শূণ্যতার শোকসভা... শূণ্যতার যতো গান... দিলাম তোমার মুকুটে... আমার যতো অভিমান।

যখন তুমি ঘুমিয়ে রবে হাত বাড়িয়ে তোমায় ছোঁবো..আমি তোমার স্বপ্নে দেখা মেঘবালিকার স্পর্শ হবো

শূণ্যতা সবসময়ে খারাপ লাগেনা... এই মুহুর্তে আমার যেমন কোন স্বপ্ন নাই... কিন্তু আমি কি খুব খারাপ আছি আসলে? গত কয়েকটা বছর ধরে একটা কাল্পনিক চরিত্রের প্রেমে পড়ে ছিলাম... কাল্পনিক এই অর্থে যে যার প্রেমে পড়েছিলাম সে বাস্তবে আমার খুব কাছের কেউ ছিলোনা, যদিও অনেকগুলো দিন ধরে দিনের বেশিরভাগ সময় কাটিয়েছি তার সাথে। কিন্তু আঠেরো ঘন্টা একসাথে কাটানোর পরেও কিছু কিছু মানুষ নদীর অন্য পাড়েই থেকে যায়। যাই হোক অবসেশনের মতো প্রেমের অনুভূতিটা কেটে গেলেও ভালো লাগার রেশটা রয়ে গেছে একটু হলেও। তার সাথে কথা বলাটা আগে হার্টবিট বাড়িয়ে দিতো, আর এখন এমনি একটু ভালো লাগা দিয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম... অবসেশনটা চলে যাওয়ার পরে আমি অনেক অবাক হয়ে খেয়াল করলাম যে সেই অধরা প্রেমটা আমাকে এতো বেশি আঁকড়ে ধরে ছিলো যে আমার জীবনে চাইবার মতো আর কিছু ছিলোনা... আর এইজন্যেই ওই চাওয়াটা সরে যাবার পরে বিশাল একটা শূণ্যতার বোধ রয়ে গেছে খালি।

কিন্তু আমি এই একধারা শূণ্যতাটা কেমনে জানি উপভোগই করছি। আমার মোটামুটি ভালো একটা চাকরি হয়েছে, আর আমার আজীবনই কাজ করতে ভালো লাগে... কিন্তু এই চাকরি পাওয়াটা আমাকে খুব একটা ভাবাচ্ছে না... খুশি হইনি তা না.. কিন্তু কতোখানি হয়েছি সেটা প্রশ্নযোগ্য... সামনে আবার নিশীথ সূর্যের দেশে যাওয়ার কথা, কিন্তু আমার সেইটা নিয়ে কোন অনুভূতিই হচ্ছেনা। মানুষ কতো অদ্ভূত হয়... তাই না? আমার যেমন আপাতত কোন পার্টনারের প্রয়োজনীয়তাও অনুভূত হচ্ছেনা... হয়তো তাজীন আমার সাথে আছে এখনও.. তাই কিছু বুঝতে পারছিনা। ও তো ওক বছর পরে ওর জায়গায় ফেরত যাবে... তারপরে কি আমি আবার একলা হয়ে যাবো? কিন্তু আমার ওইটা নিয়েও তেমন মাথাব্যথা হচ্ছেনা। আমার যেই বোধটা এখন জন্মনিয়েছে সেইটা কি 'নাম্বনেস'? যদি হয়ও আমি খুব একটা ভাবিত নই.. বরং এই বেশ ভালো আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।