আমাদের কথা খুঁজে নিন

   

বৃহস্পতিবার ফের হরতাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার রায় ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ের বিরোধিতায় গত সোমবার থেকে টানা হরতাল করে আসছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।  
রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জামায়াতকে ‘নেতৃত্বশূন্য’ করার জন্য ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় ‘সরকার নির্দেশিত’ ছকে মুজাহিদের ফাঁসির রায় দিয়েছে ট্রাইব্যুনাল।
“মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করছি। ”
অপহরণ, নিযার্তন ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।


মুক্তিযুদ্ধের সময় মুজাহিদ পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করতে গঠিত আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন এবং ওই বাহিনীর ওপর তার ‘কার্যকর নিয়ন্ত্রণ’ ছিল বলেও উল্লেখ করা হয় রায়ে।
ট্রাইব্যুনালের ছয়টি রায়ের মধ্যে প্রথমটি ছাড়া সবগুলো রায়ের দিনই বিচার ঠেকানোর শপথ নিয়ে সারা দেশে হরতাল করে সহিংসতা চালায় জামায়াতে ইসলামী। রায় প্রত্যাখ্যান করে এর পরদিনও হরতাল করে দলটি।  
বুধবার মুজাহিদের রায়ের ভূমিকায় ট্রাইব্যুনাল-২ এর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, হরতাল, ভাংচুর বা প্রত্যাখ্যান করে রায় বদলানো যায় না। রায় প্রত্যাখ্যান করে বক্তব্য দেয়া আদালত অবমাননার শামিল।


ভবিষ্যতে আর রায়ের দিন হরতাল দেয়া হবে না এবং রায় প্রত্যাখ্যান করা হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।    

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.