আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার ঈদ

সরকারি ঘোষণা উদ্ধৃত করে খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেছে, ফলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে।
আমিরাতের চাঁদ দেখার খবর পাওয়ার এক ঘণ্টার মধ্যে সৌদি গেজেটও সে দেশে চাঁদ দেখার সরকারি ঘোষণার কথা জানায়।  
চাঁদ দেখা সাপেক্ষে সাধারণত সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সৌদি আরবে এবার রমজান মাস ২৯ দিনে শেষ হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জাতীয় ঈদ দেখা কমিটি সভায় বসবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।
দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। এজন্য কয়েকটি টেলিফোন নম্বর দেয়া হয়েছে। সেগুলো হল- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
হিজরি বর্ষের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়।

মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.