আমাদের কথা খুঁজে নিন

   

রাজারহাটে ভূমিহীনদের বসত-ভিটা উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে সাকোয়া ভূমিহীন পল্লীতে ভুমিদস্যুদের, হামলা, লুটপাট ও ভূমিহীনদের বাড়ি-ঘর উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকির পশার ইউনিয়ন ফেডরেশন সড়কে ২৫টি ভূমিহীন পরিবারের সদস্য ও উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। উপজেলার চাকির পশার ইউনিয়নের সাকোয়া গ্রামের ভূমিহীন পল্লীটি ১৯৯৯ইং সালে তৎকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সোলায়মান আলী ১ একর ৮৭ শতাংশ খাস জমি বসবাসের জন্য ভূমিহীন ২৫টি পরিবারের মধ্যে বন্দোবস্ত করে দলিল হস্তান্তর করেন। স্থানীয় ভূমিদস্যু সেকেন্দার আলী গংরা ভূমিহীনদের পল্লীটি দখলে নেয়ার জন্য দফায়-দফায় ওই স্থানে হামলা, লুটপাট ও নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ভূমিদস্যূরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ভূমিহীন পল্লীতে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগ চালিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে দেয়। বর্তমানে ভিটে-মাটি থেকে উচ্ছেদের পর ভূমিহীনরা অতি কষ্টে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ ব্যপাবে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভূমিদস্যুদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও ভূমিহীনদের পল্লী পূণঃ উদ্ধারে প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.