লিখেছেন প্রহলাদ মন্ডল সৈকত, ৯মার্চ চিলমারী- গাইবান্ধা তিস্তা সেতুতে রেলসংযোগ ও চিলমারী-ঢাকা রুটে ভাওয়াইয়া এক্্রপ্রেস চালুর দাবীতে প্রধানমন্ত্রী নিকট স্বারকলিপি পেশ করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা দেশের একমাত্র গরিব জেলা। এ জেলার খেটে খাওয়া মানুষ জীবন জিবিকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে রুজি রোজগার করে। সেকারনে এ জেলার সিংহভাগ মানুষ রাজধানী ঢাকায় অবস্থান করেন। কিন্তু তাদের যাতায়াতের জন্য এক সময় ঢাকা-রমনা রেল যোগাযোগ ব্যবস্থা ছাড়া তেমন কোন সুব্যবস্থা ছিলনা।
ধীরে ধীরে দেশ উন্নয়নের সাথে সাথে এ জেলার কিছু পথ-ঘাট পাকাকরন করা হয়। শুরু হয় ঢাকা-কুড়িগ্রাম গামী কিছু দুর পাল্লার যানবাহন। কিন্তু এসব যানবাহনে অতিরিক্ত ভাড়া এবং ঈদ ও পূজোয় যাত্রী ভোগান্তি বেড়ে যায় অস্বাভাবিক। তাই এ এলাকার মানুষের দাবী রেল যোগাযোগ সচল করার। এরই ধারাবাহিকতায় ৯মার্চ সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলামের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট স্বারক লিপি পেশ করেছেন।
এসময় রংপুর রোকয়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদু, উপজেলা কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম, প্রভাত চন্দ্র বর্মন, আসাদুজ্জামান রতন উপস্থিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।