প্রহলাদ মন্ডল সৈকত, ৭মার্চ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ রংপুরের একটি মেস থেকে ৪মাস পর এক অপহৃতাতে উদ্ধার ও এক অপহরনকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের পুনকর গ্রামের হিন্দু পরিবারের অনিল চন্দ্র রায়ের কন্যা কলেজ ছাত্রী অনামিকা(১৯)কে একই উপজেলার নাজিমখান ইউনিয়নের মনার কুটি গ্রামের মৃত সাইফুর রহমান সবুর লম্পট পুত্র পলাশ ইসলাম(৩০) সহ ৭/৮জন যুবক গত বছরের নভেম্বর মাসে বাড়ীর পাশ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাস যোগে অপহরন করে নিয়ে যায়। এব্যাপারে অপহৃতার মাতা রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করে। দীর্ঘ ৪মাস অতিবাহিত হওয়ার পরও অপহৃতা উদ্ধার না হওয়ায় গোপন সংবাদের ভিত্তির্তে থানার এসআই কপিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ৭মার্চ সকালে নাজিমখান বাজারের কসমেটিকস দোকান থেকে পলাশকে গ্রেফতার করে। পরে তার মোবাইলের কললিস্ট ধরে রংপুরের লালবাগ এলাকার একটি মেস থেকে ওইদিন বিকেলে অপহৃতা অনামিকাকে পুলিশ উদ্ধার করে। অপহরনকারী পলাশকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়। এব্যাপারে রাজারহাট থানার ওসি তদন্ত মোস্তাফিজার রহমান জানান, ৪মাস পর পুলিশী অভিযানে অপহৃতা উদ্ধার হয়েছে। আর গ্রেফতারকৃত পলাশ ইতিপূর্বে ইভটিজিং মামলায় সাজা প্রাপ্ত ও অপর একটি কলেজ ছাত্রী অপহরন মামলায় প্রধান আসামী ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।