আমাদের কথা খুঁজে নিন

   

রাজারহাটে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত




প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রামের রাজারহাটে শৈত্য প্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে জনজীবন। ঘনকুয়াশায় দিনের বেলায় গাড়ীর লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কর্মজীবি মানুষ ও স্কুলগামী শিশুরা পড়েছে চরম বিপাকে।
গত ৩দিন ধরে প্রচন্ড শীতে বয়স্ক ও শিশুরা শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার পর্যন্ত কুড়িগ্রাম সদর হাসপাতালে ২৩২ জন ও রাজারহাটে ৫৬জন শিশুরোগী ভর্তি হয়েছে। এছাড়া আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিয়েছে প্রায় সাড়ে ৭ শত রোগী।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম জানান, তীব্র শীতের কারণে প্রতিদিন হাসপাতালের আউটডোর ও ইনডোরে রোগীদের চাপ বাড়ছে। শীতের কারণে হাইপার টেনশন, শ্বাস কষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে বৃদ্ধ ও শিশুরা বেশী হাসপাতালে আসছে।
এদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন শীতার্ত মানুষের মাঝে ১৪ হাজার ৪৯৬ পিচ কম্বল বিতরণ করেছে যা প্রয়োজনের তূলনায় অপ্রতূল।


স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার কুড়িগ্রামে সর্বনি¤œ তাপমাত্রা ১০ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.