পূজো এল
আকাশ জূড়ে তুলতুলে মেঘ, কাশ ফূটেছে বনে
জং ধরেছে ভক্তিতে আর রঙ ধরেছে মনে।
পূজো এল পূজো এল জয় দুর্গা বল,
ক্রেডিট কার্ডের সাহারাতে শপিং মলে চল।
দুর্গা এল দুর্গা এল বানভাসি শিবিরে
দুর্গা এল দুর্গা এল ধর্মতলার ভীড়ে।
পূজো এল পূজো এল বেশ্যা বাড়ীর মাটি
নীল বাতির লাল আগুনে হচ্ছে পুড়ে খাঁটি।
পুজো এল ফুটপাতে, পুজো এল ফেসবুকে,
পুজো এল বাংলায় সুখে আর অসুখে।
পুজো এল, এল জামা আর নতুন জুতো।
গরীব মানুষ বুঝল বেশি গরীব হওয়ার গুঁতো।
পুজো এল ই-মেলে, পুজো এল অর্কুট-এ।
বন্যায় বাঁধ ভেঙে মা এল রং রুটে।
মাইনের সাথে বাড়ে জিনিসের দাম,
দিন এনে দিন খেয়ে ঝরে শুধু ঘাম,
সে ঘরেও পুজো এল, বোনাস জোটেনি।
ছেলে মেয়ে মনমরা, হাসি কারো ফোটেনি।
মৃন্ময়ী মা হাসে, বানে ভাসে গোটা দেশ,
অসুরের কালো হাতে দেশ হয়ে গেল শেষ।
কেউ বাঁচে কালোসুখে, কেউ মরে না খেয়ে,
তবু আসে দেবীপক্ষ আগমনী গান গেয়ে।
পুজো আসে, পুজো যায়, এভাবেই কাটে দিন,
অসুরের সিং হয়, সত্যেরা হয় ক্ষীণ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।