সমাজকর্মী তিস্তা চুক্তি=ট্রানজিট চুক্তি বানানোর কাহিনী চলছে নাকি বুঝতে পারছি না! কথাটা বললাম এই কারনে....পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিস্তা চুক্তি না হলে ট্রানজিট নয়...তারমানে কি, তিস্তা চুক্তি হলেই ট্রানজিট দিয়ে দিব? বলে নেয়া ভালো, শুধু তিস্তা কেন...যে কোন অভিন্ন নদীর ক্ষেত্রে উজানের দেশ হিসেবে ভারত পানির হিস্যা দিতে বাধ্য, সে কারনে চুক্তিও অনেকটা বাধ্যতামূলক পরিনতি হতে পারে। ট্রানজিট কিন্তু তা নয়, ভারত তার সুবিধার জন্য ট্রানজিট চুক্তি করতে চাচ্ছে....বিরোধীতা করছি না....আমাদেরও অনেকগুলো চাওয়া আছে সেগুলো দিয়ে চুক্তি করতে হবে। কোনভাবেই যেন 'তিস্তা চুক্তি বিনিময় ট্রানজিট চুক্তি' এমনটি না হয়!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।