আমি যদি আমার মনকে নিয়ন্ত্রন করতে পারতাম তাহলে হয়তো জীবনে আমি এত দুঃখ পেতাম না... দুঃখ চিরদিন থাকে না কারোও আমারো মেঘ একদিন যাবে কেটে, এই যে তোমার হঠাৎ চলে যাওয়া দুঃখের এই মেঘ কে দেবে আজ ছেটে ??? জানি আমার মন্দ রোজায় একদিন চাঁদ ঠিকই দেবে আলো, আজকে তুমি বুঝলে যে ভুল বিনা মেঘে বিদ্যুৎ চমকালো, হঠাৎ আসা আমার এ দুঃখ কি করে আজ রাখব বলো ঢেকে ??? উঠবে যে কাল রোদের রেখায় এই ভেবেতো আজকের মেঘ সরে না, আশার আশায় দিন চলে যায় শুধু আশায় মনটা যে ভরে না, হঠাৎ আসা আমার এ দুঃখ সুখ সৃতিতে কখনো কি মেটে ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।