ধর্ম যার যার , বাংলাদেশ সবার এই দেশে চষে বেড়াচ্ছি ৪২ টি বস্ন্ত ব্যাপি.....শুধু অজানা এক ভালোবাসায়, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম-আচরন.......আজ বুকে ক্ষত নিয়ে বার বার ধর্ষন হতে দেখছি.......এক গেয়ো অসহায় বালিকার মতন দেশ টা যেন গোঙ্গাচ্ছে .......কেউ এগিয়ে আসছে না............এই বালিকাটি আমার প্রিয় বাংলাদেশ । সেই ১৯৭৫ ধরে দেখছি একটি লোক আমার শৈশবের প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি হয়ে.....স্কুলে ইট-পাথর, ছাতু-দুধ, বিস্কুট আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে বিক্রি করে দিত । তখন জানতাম স্কুলের সভাপতি হলে বোধহয় এটি করতে হয়। পরে জেনেছি এগুলো কে স্স্তা ভাষায় চুরি বলে ভদ্র ভাষায় দূর্নিতী বলে । লোকটি এখন হজ্জ্ব করে সাদা দাড়িতে পবিত্র সৌরভ ছড়াচ্ছে। কেন মনে পড়লো জানেন পাঢ়ক------সেদিন লোকটি এক ইমাম সাহেবের চাকরি খেয়ে নিল কারন ইমাম সাহেব তাকে নিয়মিত ছালাম-কুশল দেয়না বলে। আর ঐ লোকটি এখন বয়ঃবৃদ্ধ হয়ে মসজিদ কমিটির সভাপতি বনে বসে আছে । ..........এই রকম বিশিষ্ট সমাজ সেবকদের সংখ্যা কত বলতে পারেন । এরাই কিন্তু আমাদের মা-বাপ আর ছালা কুত্তার বাচ্চা.....................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।