আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্মৃতিচারনমূলক দুঃখ দুঃখ পোস্ট ঃ প্রসংগ টিভি

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !! ছোটবেলা টিভি ছিলো আমার বাসায় চলার একমাত্র সংগী। তখন না ছিলো ক্যাবেল লাইন। বিটিভি ই ছিলো একমাত্র সম্বল। প্রতিদিন বিকাল ৩ টার দিকে কার্টুন দিতো আর রাতে রোবোকোপ,টপ ফেভারিট আলিফ লায়লা,রবিন হুড আরো কত কি?! সবই ভালো লাগতো কিন্তু মেজাজটা গরম হতো রাত ৮টার সংবাদের বেলায়। আমি রাত ৮ টা অথবা ১০টা তে কারেন্ট গেলে এত খুশী হতাম।

বলতাম, আমি দেখবো না তোমরাও দেখবা না। হু হু হা হা হা !! বিটিভির বিপাশা তৌকিরের নাটক দেখেই আমার ছোটবেলায় ধারণা দেয় প্রেম জিনিসটা অদ্ভুত তা ঘটে অফিসে যাওয়া ছেলে মেয়েদের সাথে। অবশ্য এই ধারনা আমার স্কুল পালটানো পর ভেঙ্গেই যায় যখন দেখি ক্লাসমেট রাও ধুমায় প্রেম করছে। যাই হোক একদিন এক ফুপু বাসায় এসে দেখে আমি এক রোমান্টীক নাটকের রোমান্টিক নাম চিল্লায় চিল্লায় বলছি যদিও আমি তখন কিছুই বুঝতাম না। শুধু আমার মনে রাখার ক্ষমতা খুব ভালো তা প্রমান করতে গিয়েছিলাম।

ফুপু বলে তেরো তুমি এরপর থেকে এই নাটকের বেলায় অন্য রুমে থাকবা। তোমার নাটক দেখা লাগবে না। কেনো আমার উপরে এই রকম নিষেধাজ্ঞা চালু করা হয়েছিলো তা ঐ ছোট বয়সে বুঝতে বেশ ঝামেলা হয়েছিলো। এরপর আসলো ইটিভি। বাহ এখন দুইটা অপশন।

মহা আনন্দ। তখন বাসায় আবার নতুন টিভি আনা হলো। সে টিভির এড দিতো যে তার আওয়াজে সব কাঁচ ভেঙ্গে যাচ্ছে। অনেক জনকেই ভাব নিয়ে বলতাম আমাদের বাসায় কোন টিভি জানো?! যা আওয়াজ !! সব কাঁচ ভেঙ্গে যাবে। তাই আওয়াজ কমায় রাখি।

যখন ক্লাস সেভেন নাকি এইটে তখন বাসায় ক্যাবেল লাইন আসে। স্কুল থেকে বাসায় এসে দেখি একি??!! দেখি আমি। এত চ্যানেল। আমি কি ভুল দেখছি। চ্যানেল পালটায় পালটায় দেখি যে অনেক চ্যানেল।

কিছু কিছু তে অন্য ভাষা। বুঝে নিলাম ঐগুলাই হিন্দি ভাষা। কিন্তু কিছুই তো বুঝি না। টিভি দেখে মজা পাচ্ছি না। এরপরের এক মাসের মাঝে মাঝে হিন্দি শিখে যাই আমাকে আর পায় কে।

হিন্দি শিখেও বেশ বিপাকে পড়তে হয়েছিলো আম্মু হিন্দি পারে না কিছু। যদি কিছু দেখি আম্মুর অজস্র প্রশ্ন। এই লাইনের মানে কি? ঐটার মানে কি? কি বললো কি বললো। স্কুলে দেখি যে মেয়েরা সবাই নানান সিরিয়াল দেখে, কিউকি সাস ভি কাভি বাহু থি ( কেননা শ্বাশুড়ীও কখনো বৌ ছিলো ) কাহানি ঘার ঘার কি (কাহিনী ঘরের ঘরের) কুসুম এর হেভি জনপ্রিয়তা। আমিও আগ্রহী হয়ে দেখা শুরু করলাম।

যদিও আগ্রহ টিকলো না। দেখতাম শাকা লাকা বুম বুম !!! নাইন টেনে উঠে এত টিভি দেখতাম। কিছু হচ্ছে না তাও চ্যানেল বদলাচ্ছি !! আমার একটা ডায়ালগ চরম জনপ্রিয়তা লাভ করেছিলো যা আমার ফ্রেন্ডদের বানানো ডায়ালগ অফ দ্য মানথ নামক বইয়ে স্থান করে নিয়েছিলো। “আহা যদি পারতাম চোখটা টিভি তে লাগায় রাখতাম”। আমার টিভির প্রতি এহেন ভালোবাসার কথা স্যার ম্যাডামদের কানে যাইতেও দেরী হয় নাই।

এমন ও হতো যে অঙ্ক স্যার অংক হোম ওয়ার্ক দিয়ে আমাকে বলতো যে আজকে একটু পইড়ো। টিভি টা কম দেইখো। অনুরোধ। তারপর ও আমি সব বাধা বিপত্তি পার করে ঠিকই টিভি দেখতাম। এস.এস.সি পরীক্ষার সময়ে শর্ত দিয়েছিলাম যে যেদিন পরীক্ষা দিয়ে আসবো ঐদিন শুধু টিভি দেখবো ।

খবরদার কেউ পড়তে বলবা না। এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দেয়ার পর আমাদের এক আত্নীয় খুব অবাক হয়ে আমার আম্মুকে বলেছিলো “ও পাশ করেছে?! আমি তো ভাবছি ফেইল করবে। ওরে তো কোনোদিন পড়তে দেখলাম না। যেদিনই আসতাম টিভি ই দেখতো”। হা হা হা কলেজ জীবন আসলো।

টিভি দেখা অব্যাহত থাকলো। এইচ.এস.সি তে আরো মজা পরীক্ষার আগের দিন ও ২-৩ টা মুভি প্যারালেলী দেখেছিলাম। কিন্তু ভার্সিটিতে আসার পর প্রথমে এলো পিসি, এরপর এলো নেট। এরপর আরো এলো অজস্র বাংলা চ্যানেল । জলসা টলসা হাবিজাবি।

এইবার আম্মু ও দেখা শুরু করলো। আমার দেখার সুযোগ দিন দিন কমে যেতে লাগলো তার উপর নেটের প্রতি তীব্র আকর্ষন । টিভিতে বাংলা সিরিয়াল চললে আমি পিসি তে এসে জোড়ে জোড়ে গান দেই যাতে ঐসব উদ্ভট নাটকের আওয়াজ কানে না আসে। এখন কেউ টিভির নানান নাটক নিয়ে আলোচনা করে তখন আমি বোকার মত তাঁকিয়ে থাকি । তবুও এখনো সুযোগ পেলে মনোযোগ দিয়ে কার্টুন দেখি।

আমি কার্টুনের বেশম্ভব ভক্ত। তবু এখনো আমি আমার ছোটবেলার প্রেম, আমার প্রেমিক টিভি কে অনেক মিস করি যদিও বড়বেলার প্রেমিক পিসি তার অভাব অনেকাংশেই পূরণ করেছে কিন্তু প্রথম প্রেমের স্মৃতি তো ভুলা যায় না। সবশেষে কথা শেষ করতে চাই আমার আব্বুর এক উক্তি দিয়ে, “ আমার মেয়েটা ছোটবেলা ছবি আঁকতো,ছোটখাটো ছড়া লেখতো কিন্তু দুইটা বাক্স (টিভি এবং পিসি) সব শেষ করে দিলো। এখন আর কিছুই করে না”। হা হা হা !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.