দুঃখ হল আমাকে শাসন করার কেউ নেই।
কথাটা বলেছিল সুমন ভাই।
শুনে চোখ বড় বড় হয়ে গিয়েছিল
বলে কি!!!!! শাসন করার কেউ নেই , এর চেয়ে আনন্দ আর কি হতে পারে!!
সকাল বেলা ঘুম থেকে উঠতে একটু দেরী হলেই শুরু হয় মা এর চিৎকার।
দুপুর হয়ে গেছে এখনও ওঠার নাম গন্ধ নেই, এর সাথে এতো জোরে দরজা ধাক্কায় যে , আমার পিলে চমকে যায়। উঠে দরজা না খোলা পর্যন্ত চলতে থাকে দরজা ভাঙ্গার চেষ্টা।
............... এখানে শুরু মা এর শাসন।
মোবাইলে বখাটে ছেলেদের যন্ত্রণায় অতিস্ত হয়ে এক বন্ধুর কাছ থেকে শিখে, অনেক কষ্টে মুখস্ত করা কিছু গালি জীবনে প্রথম প্রয়োগ করতে গিয়ে দেখি ভাইয়া চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে।
রাগে গলা কখন উপরে উঠে গিয়েছিলো বুঝতেই পারিনি। ভাইয়া গালি শুনে কখন দরজায় এসে দাঁড়িয়েছে তাও টের পাইনি।
ফলাফল............
ছি ছি ছি তোর এতো অধঃপতন হয়েছে, ছি......... তুই যে আমার বোন এটা ভাবতেও আমার ঘিন্না হচ্ছে, আজ থেকে তোর মোবাইল ইউস করা বন্ধ।
আমার ২ টা মোবাইল আমার হাত থেকে কেরে নিয়ে গেল।
হায় হায় এখন কি হবে?//? মোবাইল নাহয় দুদিন পর কেঁদে কেটে নিয়ে নেব, কিন্তু মোবাইলে কত কিছু আছে ওইগুলো দেখলেতো ও আমাকে ত্যাজ্য বোন ই করে দেবে
এই হল ভাইয়ার শাসন।
আমার বড় আপু , আমাকে মায়ের চেয়েও বেশি ভালবাসে, কিন্তু সে একটা জিনিষ একদম ই মেনে নিতে পারেনা, প্রতিদিন গোসল না করা ।
আর কাপর চেঞ্জ না করা।
যতো শীত ই থাকুক না কেন।
শীতের দিনে আমার প্রতিদিন গোসল করতে একদম ভালো লাগতনা। তাই বড় আপুর অতি ভালবাসার দুর্বলতার সুযোগ নিয়ে দুদিন গোসল না করে ত্রিতিও দিন বসে বসে টিভি দেখছিলাম ।
বড় আপু আমার সামনে এসে বলল এই ওঠ, এখন গোসল করে কাপর বদলে আয়।
আমি বললাম আজ গোসল করবোনা। বড় আপু আমাকে ঠাশ করে কষে এমন একটা চড় দিল
আমাকে টানতে টানতে বাথরুমে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে বলল এখন গোসল করে , কাপর বদলে বের হবি, নইলে আজ তোকে মেরেই ফেলবো>>>>>>>>>>>>>>>>
এই শাসনের জন্য আমি আমার জীবনের কতো ছোট ছোট
ইচ্ছে পুরন করতে পারিনি।
রাত জেগে গল্পের বই পড়তে পারতাম না।
এত রাত পর্যন্ত লাইট জ্বালিয়ে রেখেছিস কেন ???????????????
যখন তখন বান্ধবীর বাসায় যেতে পারিনি,
ঝুম বৃষ্টিতে ঢাকার রাস্তায় , দুহাত দুদিকে মেলে দিয়ে , আকাশের দিকে তাকিয়ে ঘুরে ঘুরে , মুখে বৃষ্টির পানি ছুয়ে , কোঁথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা , গানটা গাইতে পারতাম না।
বাইরে বের হলেই দেখতাম চায়ের দোকানগুলোতে বসে কত মানুষ আড্ডা দিতো, এই একটা কারনে আমার ভিশন ছেলে হতে ইচ্ছে করে//////////
আমি ছেলে হলে, এসব দোকানে বসে চা খেতে খেতে সবার সাথে গল্প করতে পারতাম।
এখনও চাইলে বসতে পারি, কিন্তু কোনোভাবে যদি ভাইয়ার চোখে পরে যাই, তাহলে সবার সামনে কান মলা খাওয়ার ভয়ে এই দুঃসাহস দেখাতে পারতাম না।
এরপর মোবাইল এ যদি খালার সাথেও কথা বলতাম , আর নাবিলের ফোন রিচিভ করতে একটুঁ দেরি হতো তাহলেত আরও খারাপ অবস্থা,
খালা? নাকি খালাত ভাই? ??
ফেসবুকে মেসেজ দিতে ২ সেকেন্ড দেরি হলেই////
কাকে নিয়ে এত বিজি?
ওই পোলারে এক্ষন ডিলেট করো
ওই মাইয়ারও গুষ্টি কিলাই
হায়রে আমার স্বাধীনতা .............................................।
আজ ১ বসর ৩ মাস হল আমি ফ্রান্স এসেছি।
আসার আগে আগে আমার প্রয়োজনীয় জিনিশ কেনাকাটার ফাকে আমার চায়ের দোকানে বসে চা খাওয়ার ইচ্ছেটা পূরণ করে এসেছি ।
বন্ধুদের নিয়ে চায়ে কেক ভিজিয়ে খেয়েছি।
মনে হয়েছে অমৃত খেলাম। আহহহহহ স্বাধীনতা তুমি মহান।
এখন আমি পুরপুরি স্বাধীন, রাত জেগে জেগে চোখের নিচে কালি
পরে গেছে, কেউ বলেনা ঘুমাতে যাও........................
সারাদিন ঘুমিয়ে বিকেলে উঠলেও কেউ দরজায় ধাক্কা দেয়না..........
শারাদিন না খেয়ে থাকলেও কেউ খেতে বলেনা..........................
গোসল করা না করায় কারো কিছু যায় আসেনা..................
জ্বরে শরীর কাপ্তে থাকলে কম্বল সরিয়ে কেউ কপালে হাত রাখে না...........................................
সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকি , যদি একবার নাবিল ভুল করে হলেও কোন মিস কল দেয় , যদি দয়া করে একটা এস এম এস দেয়।
সাঁরাদিন ফেসবুক, স্কাইপ ওপেন করে বসে থাকি ।
নাবিলেরএকটা ভালোবাসার , একটা শাসনের কথা শোনার অপেক্ষায় ..................................................................
জানিনা কোন অপরাধে তুমি দূরে চলে গেলে???????????????????????????
.
হায় !!!! স্বাধীনতা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি চাইনা তোমাকে , আমি ভালোবাসার শাসন চাই।
স্বাধীনটা আমার গলাটিপে ধরেছে , দম নিতে পারছিনা আমি আর....................................................................................
দুঃখ কি জান?
আমাকে শাসন করার কেউ নেই........................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।