আমাদের কথা খুঁজে নিন

   

গেদু চাচা আর চিঠিখানা পোষ্ট করিতে পারিলেন না!!!(দুঃখ রে দুঃখ)

ভুমিকাঃগেদু চাচা এক সাপ্তাহিকের জন্য প্রতি সংখ্যায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করিয়া পত্র লিখেন কিন্তু এইবার “সরকারী হরতালের” জন্য সেই চিঠিখানা পোষ্ট করতে পারেন নাই,অতঃপর তিনি ফেবুতে ১০ টাকার বিনিময়ে একাউন্ট খুলিলেন এবং লিখা টা পোষ্ট করিলেন। আগেই জানাইয়া রাখি চিঠি কিন্তু গেদু চাচার,ছাত্র লীগের কেও আসিয়া আমাকে ধরিতে পারিবেন নাহ। (ছাত্র লীগের কথা বলিলাম কারন এখন পুলিশের কাজ ছাত্র লীগ করুনার বশবর্তী হইয়া করিয়া দেয়) আর পুলিশের চাইতেও আমি ছাত্র লীগরে বেশি ডরাই!!!চিঠিতে কি আছে দেখিঃ মা জননী, কেমন আছেন জিজ্ঞাসা করিব নাহ,সম্পত্তি(!!) লইয়া সুখে থাকিলেও আসলে আপনি ভালা নাই। নানান ভাবে যাদু-টোনা করিয়া বিরোধী দলের কর্মসুচি সফল করিয়া দেয়ার জন্য অভিনন্দন। আপনি এমন একখানা দলে আছেন যাহারা সরকারী দলে থাকলেও হরতাল দেয়-বিরোধী দলে থাকলে তো পোয়াবারো!!!শুনলাম নিরাপইত্তার কারনে সারা শহর অচল করিয়া দিয়াছেন??আম্মাগো,দেশের সাধারন মানুষ তো আর দল-মত বুঝে না তাদেরকে কষ্ট দিলেন কেন??আর আপনার কল্যাণে তো বিরোধী দলীয় নেত্রী আধা ঘণ্টায় নয়াপল্টন পৌঁছায়া গেলো!!!(মানুষ তো কার্ফুর ডরে বাহির হয় নাই,রাস্তা ছিল খালি)।

যাই হোক এমন সাহায্য-সহযোগীতাই তো আমরা দেখতে চাই!!!তিনদিনে মানুষ যে কষ্ট পাইলো তাহার জবাব না জানি চিহ্ন-প্রতিক বদলাইয়া দিয়া দেয়!!(আল্লাহ না করুক!!)এর পর আফনি গনগ্রেপ্তার শুরু করিলেন,সন্ত্রাসীর জায়গায় ধরা পড়ল এমন ছোকরা-যারা এক দিন আয় না করিলে সেই পরিবারের খবর হইয়া যায় (তবে রক্ষাঃ গরিবের পেটে লাথি পড়লে “রা” শব্দটাও বাইর হয় নাহ। ) কিন্তু মা জননী আমি বলি কি এই জগতের পরে যে আরও এক জগত আছে!!! মা গো,পাবলিক সেন্টিমেন্ট বুঝেন না কেন??মতিয়া নানী কহিলেন এমন না করিলে নাকি সমালোচকরা বলিতেন “সরকার নিরাপত্তা দিতে পারে নাই”!!এ কেমন কথা??জনগনের পশ্চাতদেশে লাঠি ঢুকাইয়া কিভাবে নিরাপত্তা দেয়??যাই হোক মানুষ কি আর এত্ত সব মনে রাখে?? এর পরে আফনের মাথায় কোন এক শয়তান বুদ্ধি দিল একুশে টিভি আর বৈশাখী টিভিতে খালেদা চাচীর ভাষণ দেখানো হইতেসে-চলেন আফা বাশ মাইরা দেই!!!আফনিও নাচতে নাচতে সম্প্রচার বন্ধ করিয়া দিলেন!!এ কেমন কথা??আফনের নামে তো বিটিভি তিন বছর আগেই বরাদ্দ হইসে......আবার কেন আস্ফালন!!!দেশের মানুষ সারা দিন চিন্তা ছিল “কি হয়,কি হয়”-এখন তাদেরকে খবরটাও পাইতে না দিলে কেমনে হয়!!!মানুষ একবার খেপলে খবর আছে কিন্তু মা। আম্মা,আপনে কি জানেন হারাম টাকা দিয়া গরু,উট,দুম্বা-যাহাই কোরবানি দেন লাভ হইবে নাহ??(আম্মা উদ্দেশ্য যদি ভালা না হয় তাইলে কিন্তু কাজটা আর ভালা কাজ থাকব নাহ,ইয়ে মানে পুতুল মামনির শ্বশুরের নামেও ইটিশ-পিটিশ শুন্তেসি আর কি!!!)যুদ্ধাপরাধী গো বিচারের কাজ করতেসেন ভালো কথা- কিন্তু সারা দিন এই কথা কইয়া মুখে ফেনা তুলে ফেললে কেমনে হইব??”পাশের বাসার মাইয়া পোলার লগে ভাগসে”-এইডাও যদি বিচার বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র বলিয়া মন্ত্রীকুল(“কুল” হইতেসে “জন্তুর” বহুবচনে ব্যবহার করার জন্য,আর কিছু না বলি মা??)লাফায় তাইলে কেমনে হয় কন???আর দেশে তো আমরাও আছি,আমাগো নিয়াও একটু ভাবেন!!!আমরা ভালা নাই,রাতে তো বদনা নিয়া ঘর থেইক্কা বাইর হইতে পারি নাহ!!সৌদি কূটনীতিকরেই তো গুলি করে মাইরা ফালাইলো কিছু করতে পারল নাহ আর আমি তো বুড়া বেডা!! মা গো, আফনের ছেলেরা (ছাত্র লীগ কর্মী) পুলিশের লগে লাঠি-দা লইয়া কি করে??এক মন্ত্রী বলেলেন জনগনের নিরাপত্তায় তারা মাঠে থাকবে,আমি বলি তাইলে পুলিশরে শাড়ি-চুড়ি পরাইয়া বসাইয়া রাখেন!!আর বেতন ভাতা ছেলেগুলারে দেন,টাকা পাইলে তারা আর টেন্ডারের লাইগা মরত নাহ-এক ডেকচিতে দুই আলু সিদ্ধ হইল। কি বলেন আম্মা??এর পরও ওগো দেশ আর জনগনের লাইগা প্রান কাঁদলে একটা বুদ্ধি দেইঃ- দেশে এমন বহু গেরাম আছে যেখানে এলাকার লোক রাত জাইগা ডাকাত পাহাড়া দেয়-সেই খানে পোষ্টিং কইরা দেন আম্মা!! শেষ কথা মা,আফনের কথা গুলা দিন দিন ভায়ুলিন (ভায়োলেন্ট) হইয়া যাইতেসে। “কারো বেডরুম পাহাড়া দেয়া সরকারের দায়িত্ব না”!!আম্মা চোর ধরতেও পারলেন না কিন্তু গলার আওয়াজও কমান না তাইলে তো বড় বিপদ!!! “তত্ত্বাবধায়ক কি উনাকে কোলে করে ক্ষমতায় বসাবে?”-ছিঃ মা এসব কেন বলেন??জাতি হিসাবে আমাগো দোষ হইল আমরা নিজেগো দাম কমাইতে কমাইতে এক্কেবারে মাডিত মিশাই ফালাইসি!!! আর কি বলমু আম্মা সাবধানে থাকেন,এই পাবলিক বড় খারাপ জিনিষ-প্রতিক বদলাইতে দেরী করত নাহ!!যে কয়দিন আছেন ক্ষমতায় ভালা মত কাজ করেন,দরকার হইলে জনসভাতে লিখিত বক্তব্য দেন,ফ্রুটিকার ধারে কাছেও যাওয়ার দরকার নাই!! ইতি, তোমার গেদু চাচা, গ্রামঃঅঁজপাড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.