www.adityaanik.com ভালো মানুষ
আদিত্য অনীক
কারো সাতেও নেই পাঁচেও থাকি না, শুধু পোঁচাত্তরে থাকব কবিতা লিখতে
কত বসন্ত এলোগেলো নাইট স্কুলে গেলাম না ভালো মানুষ হওয়া শিখতে ?
অবশ্য প্রতিভাবানদের ভালো মানুষ হতে হবে এমন কথা
সুবোধ বাবু তার কবিতায় বলে যান নি।
ভালো মানুষেরা বগল চুলকে গন্ধ শুকে আরাম পায়
বউ কিলিয়ে বাইরে এসে তৃপ্তির সাথে বলে বেশ ভালো আছি সংসারে ।
সকাল বেলার পাখিরা রূপসী বাংলার মোড়ে সুয্যি মামা উঠার আগেই
বাসি ফুল হাতে দাড়িয়ে থাকে। করুণা করে ফুল কিনে গাড়ি ছেড়ে
দেবার কারণে দাম দিতে না পারলে বুকের মধ্যে যদি চিনচিন
করে উঠে তবে বুঝবে তুমি ভালোদের দলে। এনজিওগ্রামটা করে নিও।
আমি ফুলও কিনি না বুকে চিনচিন ব্যাথাও লাগে না।
বেলা বাড়লে পথভ্রান্ত ছায়া পড়ে থাকে লুটানো আচলের প্রান্তসীমায়
কাঁপাকাঁপা ছায়া একবার অন্ধকারের দেখা পেলে আর ফিরে আসে না।
জীবনের রেখা সমান্তরাল চলে, ঘুমে সেলফোন কেটে কেটে বাজে।
সারাটা আকাশ জুড়ে ইচ্ছেমেঘ আনাগোনা করে গাভিন গাভির মত।
মনটা বড্ড কাঙাল হয়ে গেছে রে মানসী- ভালো মানুষের কুলক্ষণ।
বুকের দোলনে না যদি দোলে রঙ্গনের মালা “আজ বসন্ত” বলে
আমার লাভটা কী ? তবে বাসনাবর্বর রাতটা বেশ আলোভূক।
নিশিকিলবিল মন প্রজাপতি হয়ে বেগানা কবিতায় পাখা মেলে ঘুরে
সকালে আলোর শিকলে বাঁধা পড়ে নুয়ে যায় পাখা মুড়ে
আসছে বাইশে শ্রাবনে উজান থেকে আসা বন্যার পানি ছাড়া
দেবার মত আর কোন ঘনিষ্ঠতা অবশিষ্ট নেই গুরু।
আশায় আছি শ্রাবন নেমে গেলে দূর থেকে কবিতার শিকড়
ছড়িয়ে দেব বুকের থকথকে পলিমাটিতে। পলি জমাট বাঁধলে
সহিষ্ণু মাটিতে একদিন ছায়া সুনিবিড় বসতি গড়ে উঠবে।
সেদিন হুমড়ি খেয়ে ডাইরেক্ট পড়ে যাব তোমার প্রেমে
আকাশের ছাদ থেকে ভালো একটা দিন দেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।