আপনি জানেন কি? আপনার পেশা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে আপনার যৌনতা দ্বারা। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ওই গবেষণার সমন্বয়কারী মনোবিজ্ঞানে স্নাতক শেষ করা পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের আড্রিন এম বেলটজ নামের একজন ছাত্র জানান, যৌন হরমোন কারো পেশার উপর প্রভাব ফেলতে পারে। এই গবেষণায় তার পক্ষে শক্ত প্রমাণ পাওয়া গেছে। খবর বাংলানিউজের।
কিশোর, তরুণ যাদের জন্মগত ভাবে কনজিনেন্টাল আড্রেনাল হাইপারস্নাসিয়া (সিএএইচ) আছে এবং যাদের ভাইবোনদের সিএএইচ নেই তাদের উপর এই গবেষণা চালানো হয়। পেন স্টেট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, যাদের সিএএইচ আছে তারা, যাদের সিএএইচ নেই তাদের তুলনায় অনেক বেশি পৌরুষদীপ্ত। সিএএইচ এক ধরনের পুরুষ যৌন হরমোন। যেসব মেয়েদের সিএএইচ আছে তারা শারীরিকভাবে মেয়ে হলেও তাদের আগ্রহ পুরুষরা যেসব পেশা বেছে নেয় সেসব পেশার প্রতি। গবেষকরা আরও দেখতে পেয়েছেন, অভিজ্ঞতায় দেখা গেছে যেসব মেয়েদের সিএএইচ নেই তাদের পছন্দ শিক্ষকতার প্রতি।
আর যেসব মেয়েদের সিএএইচ আছে সেসব মেয়েরা প্রকৌশলী, শল্যবিদ হতে বেশি আগ্রহী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।