আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের চাঁন সমাচার

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। বেশ কয়েক বছর যাবৎ ঈদের চাঁদ দেখতেই পাচ্ছি না। কিন্তু মিডিয়ার কারনে ঠিকই জেনে যাচ্ছি, পরের দিন ঈদ হবে কিনা। যাইহোক, আলহামদুলিল্লাহ, মিডিয়াকে ধন্যবাদ । একারনে যে, চাঁদ না দেখেও ঈদ করতে পারছি।

তবে সত্যি কথা বলতে কি, চাঁদ চোখে না দেখে শান্তিও পাচ্ছিনা। ঈদ মোবারক সবাইকে। ঈদের আনন্দে মোটামুটি সবাই মাতোয়ারা। একদিন আগে ঈদ হওয়াতে পিচ্চি পোলাপাইনের আনন্দের মাত্রা বেড়ে গেছে। তারা কিছুক্ষন পর পর সমগ্র এলাকাতে পটকা ফাটিয়ে আনন্দের মাত্রা জানান দিচ্ছে।

কিছুক্ষন আগে আমার পশ্চাতে দুটো পটকা বিপুল শব্দে ফেটেছে এবং আমি বরাবরের মতোই ধমক দিতে গিয়েও দিলাম না। কারন, এই শ্রেণীর মানবগোষ্ঠীটি আমি বড়ই ভয় পায়, যথোপযুক্ত সন্মানও করি। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং রমযান মাস শেষ হয়েছে। ৩০টার পরিবর্তে ২৯টা রোযা হওয়াতে দুই শ্রেণীর আল্লাহ্‌র বান্দা আফসোস করছেন। একদল পরহেযগার ঈমানদার ব্যক্তি, ইনারা আফসোস করছেন এজন্য যে, বরকতময় রমযান মাস একদিন আগেই শেষ হয়েছে।

আরেকদল তথাকথিত আড়ৎদার, মযুদদার, সিন্ডিকেট শ্রেণী, ইনারা আফসোস করছেন এজন্য যে, একদিন কম ব্যবসা করা হলো। ঈদ উপলক্ষ্যে বেসরকারী টিভি চ্যানেল গুলো বিজ্ঞাপনের পসরা সাজিয়ে বসেছে। দর্শকদের কথা বিবেচনা করে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে নাটক-সিনেমা প্রচার করবে। এই মূহুর্তে সেইসব মানুষগুলোকে স্মরণ করছি, যারা এখনও বাড়িতে ফিরতে পারেননি এবং তাদের, যাদেরকে খাদ্যের অভাবে প্রায় প্রতিদিন যাদের রোযা থাকতে হয়। সবশেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে আমার পক্ষ থেকে নিঃস্বার্থ, নির্ভেজাল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.