আমাদের কথা খুঁজে নিন

   

সূচনা

ডায়রী অর্থাৎ দিনপঞ্জি লিখি ছোটবেলা থেকেই। তবে সেসব কারো পড়তে মানা। অবশ্য কেউ যদি দুই এক পাতা পড়েও ফেলে সমস্যা নেই। ওগুলো নিতান্তই অখাদ্য , বেশীদুর আগাতে পারবেনা কেউই। আমার নিজেরই মাঝেমাঝে বিরক্ত লাগে, হাসিও পায় ।

প্রতি বছর আমার নতুন ডাইরী শুরু হয়। আমি আবার নতুন করে বিরক্তিকর লেখা লিখতে থাকি। চোখের সামনে ডাইরীর স্তুপ , আর ইন্টারনেটের শত শত ব্লগের রাজ্য আমাকে দিয়েও একটি ব্লগ আইডি খুলিয়েই ফেলল। এতদিন যা লিখেছি নিজেই সহ্য করেছি। এটাতো শেয়ারিং এর যুগ , তাই ছাই-পাশ যাই লিখি শেয়ার করার ভূত চেপেছে।

আপনাদের ভালো লাগলে আমারো ভালো লাগবে, না লাগলে এ জগতেও কালোভেড়া হয়েই থাকব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।