আমাদের কথা খুঁজে নিন

   

সূচনা কথা



ব্লগে বিচরণ বেশ কিছুদিনের, কিন্তু কখনো ইচ্ছে করেই নিক করা হয়ে উঠেনি। সময়কে অযথা দোষ দিয়ে লাভ নেই, দোষ আমরই। তবুও উপলব্ধিটা বেশ ভাল এই ভেবে যে, এ ব্লগের অনেকের লেখা পড়েছি, ভালও লেগেছে তাতে। তিক্ত অভিজ্ঞতাও কম নয়। তারপরেও, এতসবের মাঝেও নিজেকে, নিজের নিকটাকে ওয়েবের পাতায় দেখতে পাব, বা লেখাচ্ছলে কিছু অনুভূতিহীণ বা অনুভূতিপ্রবল পোষ্ট প্রকাশ পাবে - এটাই তো অনেক, হয়ত আবার তাতে ব্লগ বন্ধুরা কমেন্ট করবে ভাল কিংবা মন্দ, আলোচনা বা সমালোচনা। এই পোষ্টের শিরোনামটা বেছে বেছে "সূচনা কথা" রেখে দিলাম। আমার কাছে তাই মনে হচ্ছে যা হবে এখানে সবটাই অর্জনের যার ভাগীদ্বার এ ব্লগ, ব্লগার বন্ধুরা এবং এ সাইটের নির্মাতা ও তত্ত্বাবধায়করা। শুভকামনা রইল সবার প্রতি, সুখ ও সমৃদ্ধি কামনায়। আমি তৌষার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।