গন্তব্যহীন পথে উদ্ভ্রান্ত পথিক...
ব্লগ লিখবো ভাবছিলাম অনেক দিন থেকেই। কিন্তু ব্লগিং প্লাটফরম হিসেবে কোনটা বেছে নিব ভেবে পাচ্ছিলাম না। সচলায়তন টা পছন্দের দিকে বেশ উপরের তালিকায় ছিল যার প্রধান কারন হচ্ছে এতে যে কেউ রেজিস্ট্রেশন না করেও কমেন্ট করতে পারে। তারপরেও সামহোয়্যার ইন কে বেছে নেবার কারন এখানে পরিচিত মুখের আধিক্য...
এমনিতে ব্লগ লেখার কথা মনে না হলেও প্রতিবার পরীক্ষার আগে এবং পরীক্ষা মধ্যবর্তী সময়ে কেন জানি ব্লগিং এর চিন্তা মাথার মাঝে ঘুরঘুর করতে থাকে। তবে ব্লগিং এর ইচ্ছা জাগে মূলত: আমাদের বুয়েটের নির্জন স্যার এর সামহোয়্যার ইন-এ লেখা বিভিন্ন পোস্ট সমূহ দেখে। এছাড়া এমনিতে সারাদিন সবার সাথে চ্যাট করে সময় পার করে দেয়া গেলেও পরীক্ষার সময় কেন জানি অনলাইনে সবাইকে কম কম দেখা যায় (বুয়েটিয়ান বলে কথা ).. তখন সময় কাটানোর ভাল উপায় বলে মনে হয়েছে ব্লগের বিভিন্ন পোস্ট ও কমেন্টসমূহ। বিশেষ করে এখানের 'রসিক' গ্রুপটার তো আমি বিশেষ ভক্ত । এসব দেখে অনেকদিন থেকে মনে হচ্ছিল নিজেও একটা একাউন্ট খুলে লেখা শুরু করি। তাইতো আজ বিসমিল্লাহ্ বলে লেখা শুরু করলাম, যদিও আমার লেখালেখি তেমন আসে না, ব্লগ পড়তেই বেশি মজা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।