আমাদের কথা খুঁজে নিন

   

সূচনা (শুভ সূচনা হবার প্রশ্নই আসে না)

স্বপ্নের ঘোরে বিভোর ........ পাঁচ মিনিট ধরে প্রথম বাক্য কি হবে তা নিয়ে ভাবলাম। বলতে বাধ্য হচ্ছি আমি কোন মতেই ভাবুক প্রকৃতির নই। এ জন্য আম্মার কাছে বহু ঝাড়ি খেয়েছি। মনে হয় না খুব তারাতারি এর কোন পরিবর্তন হবে। সামুতে প্রায় ৬/৭ দিন যাবত রেনডম পোস্ট পরলাম।

কিছু লেখা আমায় হাসিয়েছে আর কিছু লেখা চিন্তার খোরাক হয়ে ছিল প্রায় দীর্ঘ ১০......... সেকেন্ড । জনপ্রিয় ব্লগার নাফিস ইফতেখার এর কোন এক পোস্তে পড়লাম যে অ্যাক্সেস পাবার জন্যে কিঞ্চিৎ তৈল মর্দন করতে হয়। যদিও এই স্বভাব আমার নাই তারপরও একটু তৈল দেয়া দরকার । সার্ভার এ পরে থাকে বলে কি সামুর তইলাশা নাই? হাজার হোক এত বাঙালির মিলন মেলা এই সামু ও নিশ্চয়ই কিছু মানবীয় গুন অর্জন করেছে। তাই যে মড এই পোস্ট সবার আগে পড়বেন তাঁর কাছে তৈল লইয়া যাবার আর্জি রইল।

বুরাবাবু নামটা ভার্সিটির দুই ছোট বোনের দেয়া। যদিও তারা সামুর নাম ও শুনে নাই তার পরও আমার ব্লগিং এর শুরুতেই দেয়া তাদের নামটা ব্যাবহার করতে পেরে আনন্দে ২০০ ফুট উঁচুতে লাফ দিলাম। (কেও ধইরেন আমারে ) নিজে ব্লগিং পারি আর না পারি অন্তত অন্যের ব্লগে গুতানুর জন্যে হাতটা ইশপিশ করছে। মড ভাইজান অ্যাক্সেস দেন তারাতারি, কমেন্ট করব। দেরি করলেই লেইট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।