আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াবেটিক কথন ২

"অ্যাবসার্ড" বিচিত্র পৃথিবী বিচিত্র এর মানুষ। । ডায়াবেটিস হাসপাতালে কাজ করার সুবাদে, আমি এরকমই কিছু বিচিত্রেও মানুষের দর্শন লাভ করি। । একদিন সকালে, হাসপাতালের আউট ডোর এ বসে আছি।

একজন লোক আসলো। বিচিত্র তার বেশ ভূষা। । কালো, ভগ্নস্বাস্থ্য, ক্র্যাচে ভর দিয়ে হাঁটে। তবে দারিদ্র্যের কোন লক্ষন আমি দেখতে পেলাম না।

আমার কাছে উনার ডায়াবেটিস এর বইটা দিয়ে বললেন, "স্যার, এবার বহুত দিন পরে আইসি। । " আমি বই এর তারিখ দেখলাম , প্রায় ৮ মাস পর উনি ফলোআপ এ এসেছেন। আমি জিজ্ঞেস করলাম," আপনি এতদিন পর কোথা থেকে আসলেন?" উত্তরে রোগী বলে, "হে হে স্যার, আমি তো মইরা যাইতাম গা লইস্লাম। কবিরাজি কইরা জান ডা বাঁচছে।

" রোগী খুব খুশী। । তখন খেয়াল করলাম, সে পান চিবায়। আমি জিজ্ঞেস করলাম," কি হইসিল?" রোগী বলে," স্যার আপ্নের দেয়া ওষুধ তো আমি হাই না প্রায় ৮ মাস। " আমি জিজ্ঞেস করলাম," কেন?" রোগী বলে," স্যার ,কবিরাজি করাইসি ইহি।

কবিরাজ কইসে, ইতা ডাইবিটিস, টাইবিটিস কুস্তা না। । আসলে রোগ হইল টেনশন। টেনশনের অসুদ দিসে তাইনে আমারে। " আমি জিজ্ঞেস করলাম," তারপর আপনি ভালো ছিলেন??'' রোগী বলে ,"জী স্যার, অক্করে ভালা হই গেস্লাম গা।

কিন্তুক, কইদিন পরে একটা সমস্যা দেহা দিসে। " আমি বললাম," কি সমস্যা?" রোগী বলে," ডাইন পাও ডা পইচ্চা গেসিল গা স্যার। " আমি খেয়াল করলাম, তার ডান পা টা, above knee amputation করা। আমি বল্লাম,"তারপর?" রোগী বলে," এরপরে স্যার ডাহা গেসিলাম, বাডামে। ভর্তি আসিলাম স্যার ২ মাস।

পাও ডা কাইটটা ফালাই দিসে। " আমি বললাম," তখন আপনি কবিরাজের কাছে যান নাই??" রোগী বলে," গেসিলাম স্যার, তাইনেরে পাই নাই" "পাও কাইটটা ফালানের পর তো গেসিলেন কবিরাজের কাসে??" আমি বললাম। । জী স্যার গেসিলাম কবিরাজ কি বলল?? স্যার, কবিরাজ কইসে, "আপনের তো মিয়া কপাল ডা বালা, পাওয়ের মইদ্দে টেনশন বাইরা গেসিল। পাও কাইটটা জান ডা বাঁচাইতে পারসেন।

টেনশন ডা মাথার মইদ্দে অইলে, আফনের কি উপায় হইত??মাতা তো কাট তার তেন না, পাগল অইয়া রাস্তায় রাস্তায় গুরতে অইত। । '' :p :p :p ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।