আমাদের কথা খুঁজে নিন

   

ডায়াবেটিক প্রেমের কবিতা

http://joyodrath.blogspot.com/

আহা প্রেম, কেবলি ব্লাডপ্রেসার মাপিয়ে ঘরে ফিরছি ফেরার পথে রিকশা থামিয়ে চটপট কিনেছি তেলাপোকা মারার বিষ ঘড়ির কাঁটা এগারোটা টপকালেই বাড়ির দারোয়ান চন্দন কাঠের চৌকিতে শুয়ে এমন মরণঘুম দেবে আর আমি ভ্যাবলাকান্ত লেটলতিফ বাকি রাতটুকু ওর সিঁথান-পৈথান করতে থাকবো সোনার কাঠি রূপার কাঠিসমেত। এমন সময় তুমি, আহা প্রেম, যেন দমকল বাহিনীর আগুন নেভানোর সন্ত্রাস সাইরেন হয়ে বাজলে আমার পকেটে আমার বিচ্ছেদকামী বিবাহিত পুরুষবন্ধুরা আমার উকিল-অভিসারিনী বিবাহিত নারীবন্ধুরা সেই কবে থেকে দু-দুটো বদ ভাইরাস লেলিয়ে রেখেছে আমার পেছন পেছন এদের টিকটিকিপনায় আমার প্রাইভেসি ঝুরঝুরে পাতলা রুটি হয়ে গেছে সামান্য হাঁচিতেই আজ এন্টিবায়োটিক চাই প্রেমের গল্প লিখতে গেলেও রক্তে সুগার বেড়ে যায় আহা প্রেম, আহা ঝকমারি, বিলাপে ভেজা হাওয়া ঘনিষ্ঠ হয়ো না, চামড়ায় কালশিটে পড়ে যাবে চুম্বনের ক্ষত আর শুকাবে না এই নশ্বর জীবনে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।